৫২.৪ ডিগ্রি! অগ্নিদেবের রোষানলে পুড়ছে জয়সলমীর

কলকাতাকে সান্ত্বনা দিল জয়সলমীর। আগুন ঝরাচ্ছে সূর্য। পারদ চড়তে চড়তে ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। জয়সলমীরের আজকের তাপমাত্রা ৫২.৪ ডিগ্রি। লু চলছেই। বাইরে বেরোলেই লু জ্বালা ধরিয়ে দিচ্ছে চামড়ায়। সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। অত্যধিক গরমের হাত থেকে বাঁচতে তাঁদের মধ্যে ত্রাহি ত্রাহি রব।

Updated By: May 2, 2016, 02:19 PM IST
৫২.৪ ডিগ্রি! অগ্নিদেবের রোষানলে পুড়ছে জয়সলমীর

ওয়েব ডেস্ক : কলকাতাকে সান্ত্বনা দিল জয়সলমীর। আগুন ঝরাচ্ছে সূর্য। পারদ চড়তে চড়তে ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। জয়সলমীরের আজকের তাপমাত্রা ৫২.৪ ডিগ্রি। লু চলছেই। বাইরে বেরোলেই লু জ্বালা ধরিয়ে দিচ্ছে চামড়ায়। সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। অত্যধিক গরমের হাত থেকে বাঁচতে তাঁদের মধ্যে ত্রাহি ত্রাহি রব।

অন্যদিকে, রাজস্থানের যোধপুরের ফালোডিতে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গানগর, চুরু, বিকানীর, বারমেঢ়, জয়পুরে তাপমাত্রা ঘুরছে ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা তিন ডিগ্রি বেশি রাজধানী দিল্লিতেও। সেখানে পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রি। দেশের সর্বত্র মাত্রাতিরিক্ত গরম পড়েছে এবার।

.