Woman Tortures Mother: চুল টেনে, চড় মেরে, কামড়ে মাকে নির্মম অত্যাচার মেয়ের! শিউরে ওঠা ভিডিয়োতে স্তম্ভিত সবাই...

Haryana Shocking Visuals Surface: যন্ত্রনায় কাতরাচ্ছেন মা। তবুও নিস্তার নেই। মহিলা তাঁর মাকে নির্দয়ভাবে মারধর করছে। মা বার বার তাকে বাঁধা দিচ্ছে।  মায়ের পায়ে একের পর এক কামড়...

Updated By: Feb 27, 2025, 07:23 PM IST
Woman Tortures Mother: চুল টেনে, চড় মেরে, কামড়ে মাকে নির্মম অত্যাচার মেয়ের! শিউরে ওঠা ভিডিয়োতে স্তম্ভিত সবাই...
ফোটো- এক্স হ্যান্ডেল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে নারী হৃদয় অনেক বেশি সংবেদনশীল। কিন্তু এই এক ঘটনা লহমায় নস্যাত্‍ করে দিয়েছে হরিয়ানার কাণ্ড। একজন মহিলাকে অকথ্য মারছে আর এক মহিলা। এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়। যদিও স্থান, কাল, পাত্র সম্পর্কে কিছুই জানা যায় না। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে মহিলা তাঁর মাকে নির্দয়ভাবে মারধর করছে। মা বার বার তাকে বাঁধা দিচ্ছে। 

আরও পড়ুন, Earthquake: হঠাৎই দুলে উঠল মাথার উপরের আকাশ, কেঁপে উঠল পায়ের নীচের মাটি! ভূমিকম্প এবার পাশের পাড়াতেই...

অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য়। কিন্তু মেয়ে শুনতে নারাজ। মায়ের পায়ে একের পর এক কামড় দিতে দেখা যায়। যন্ত্রনায় কাতরাচ্ছেন মা। তবুও নিস্তার নেই। এমনকী মাকে গালি দিতেও শোনা যাচ্ছে ভিডিয়োতেও। হরিয়ানভি ভাষায় গালিগালাজের কথা শোনা যাচ্ছে এবং পুরো ঘটনা মোবাইল ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। তবে কেউ সেই ভিডিয়ো শ্যুট করে তা অবস্থ স্পষ্ট নয়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কিন্তু দেখা যাচ্ছে নির্যাতিতাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। ভিডিয়ো ভাইরাল হাওয়ার পরই নেটিজেনরা ওই মহিলার বিরুদ্ধে পুলিসি পদক্ষেপের দাবি করেছেন। একজন ইউজার লিখছেন, কন্যা তার মাকে নির্যাতন করছে। দেখেই আঁতকে উঠছি শাশুড়ি নয়, নিজের মা। অন্য এক ইউজারের মতে, এই ধরনের বিষয়গুলি উদ্বেগজনক হারে বাড়ছে। যেখানে বয়স্ক মায়েদের তাদের নিজের বাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। অল্প বয়স্ক মহিলারা কোথায় তাদের নিরাপত্তা দেবেন তারাই এই রকমের কাজ করছেন। 

আরও পড়ুন, Punjabi Must: স্কুলে প্রথম ভাষা পড়তেই হবে পাঞ্জাবি, ছাড় নেই CBSE-তেও! সমর্থন জনপ্রিয় গায়কেরও...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.