হিসারে ৭০ ফুট গভীর নলকূপে এখনও আটকে দেড় বছরের শিশু, উদ্ধারকাজ চলছে জোরকদমে
গত অগাস্ট মাসে বিহারের মুঙ্গেরে ৩ বছরের একটি শিশু ৪২ ফুট একটি গর্তে পড়ে যায়
![হিসারে ৭০ ফুট গভীর নলকূপে এখনও আটকে দেড় বছরের শিশু, উদ্ধারকাজ চলছে জোরকদমে হিসারে ৭০ ফুট গভীর নলকূপে এখনও আটকে দেড় বছরের শিশু, উদ্ধারকাজ চলছে জোরকদমে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/21/182193-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: হরিয়ানায় গভীর নলকূপের গর্ত পড়ে যাওয়া শিশুকে বের করে আনতে উদ্ধারকার্য শুরু হয়েছে জোরকদমে। কাজে মেনেছে সেনা ও এনডিআরওফ।
বুধবার সন্ধেয় হরিয়ানার হিসার জেলার বালসমন্দ গ্রামে বাবা-মার সঙ্গে চাষের জমিতে গিয়ে ওই নলকূপের গর্তে পড়ে যায় বছর দেড়েকের ওই শিশুটি। তার পর থেকেই এলাকায় তোলপাড় শুরু হয়ে যায়।
আরও পড়ুন-দোলের দিন পাকিস্তানের হামলায় কাশ্মীরে শহিদ সেনা জওয়ান
এদিন বিকাল ৫টা নাগাদ ওই ঘটনা ঘটলেও সংবাদমাধ্যমের খবর উদ্ধারকাজ শুরু হয় সন্ধে ৮টা নাগাদ। নাইট ভিসন ক্যামেরা লাগিয়ে দেখা গিয়েছে শিশুটি এখনও বেঁচে রয়েছে। একটি নলের সাহায্যে গর্তের মধ্যে অক্সিজেন পাঠানো হচ্ছে।
হিসার পুলিসের ডেপুটি কমিশনার অলোক কুমার মিনা সংবাদমাধ্যমে জানিয়েছেন, নলকূপের গর্তটি কমপক্ষে ৭০ ফুট গভীর এবং এটির ব্যাস ১০ ইঞ্চি। দ্রুত উদ্ধারের জন্য সেনা ও এনডিআরএফের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে।
আরও পড়ুন-সিকিম ও অরুণাচল বিধানসভা নির্বাচনে ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
অন্যদিকে, হিসারের আইজি অমিতাভ ধিলোঁ জানিয়েছেন, সেনা উদ্ধারকার্যে নেমেছে। শিশুটিকে বের করা আনার জন্য মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে।
হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে বেশ কয়েকটি এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। গত অগাস্ট মাসে বিহারের মুঙ্গেরে ৩ বছরের একটি শিশু ৪২ ফুট একটি গর্তে পড়ে যায়। ৩১ ঘণ্টা অপারেশনের পর তাকে উদ্ধার করা হয়।
ছবি-প্রতীকি