অমর্ত্য সেনকে মোদীর খোঁচা, "হাভার্ডের চেয়ে হার্ড ওয়ার্কের ক্ষমতা অনেক বেশী"
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। উত্তরপ্রদেশের মহারাজাগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে নোট বাতিল সম্পর্কে বলতে গিয়ে আজ মোদী বলেন, "হাভার্ডের চেয়ে হার্ড ওয়ার্কের ক্ষমতা অনেক বেশী"। 'হাভার্ড' বলতে যে মোদী সেখানকার কৃতী শিক্ষক অমর্ত্যের কথা বলতে চেয়েছেন সেবিষয়ে একমত ওয়াকিবহাল মহল।
ওয়েব ডেস্ক: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। উত্তরপ্রদেশের মহারাজাগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে নোট বাতিল সম্পর্কে বলতে গিয়ে আজ মোদী বলেন, "হাভার্ডের চেয়ে হার্ড ওয়ার্কের ক্ষমতা অনেক বেশী"। 'হাভার্ড' বলতে যে মোদী সেখানকার কৃতী শিক্ষক অমর্ত্যের কথা বলতে চেয়েছেন সেবিষয়ে একমত ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, মোদী ঘোষিত নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন অধ্যাপক অমর্ত্য সেন। এছাড়াও নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের প্রধানের পদ থেকেও বিশ্ববরেণ্য এই অর্থনীতিবিদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদী সরকার। ফলে গোড়া থেকেই নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে অমর্ত্য সেনের সম্পর্ক মোটেই ভাল নয়। আর আজ প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমনমত্রী বলে দিলেন, যেসব দরিদ্র মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির জন্য উদয়াস্ত খেটে চলেছেন তাঁদের কার্যকারিতা বিশ্ববিদ্যালয়ের ঠান্ডা ঘরে বসে থাকা তাত্বিক মানুষদের চেয়ে অনেক বেশি। মোদী ঠিক কী বলেছেন, সেটা দেখে নিন নিচের ভিডিও লিঙ্কে ক্লিক করে-