গুজরাট-হিমাচলের লেটেস্ট রেজাল্ট ২৪ ঘণ্টায়
রিষ্কার হয়ে যাবে ছবিটা। তার আগে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। গুজরাট নির্বাচনের ভোটগণনার প্রতিটি মুহূর্ত নিজেকে আপডেট রাখতে চোখ রাখুন ২৪ ঘণ্টা ডট কমের পেজে।
Updated By: Dec 17, 2017, 09:55 PM IST
২৪ ঘণ্টা ডট কম: নিজস্ব প্রতিবেদন উত্তেজনার প্রহর গুনছে বিজেপি ও কংগ্রেস। কিছুক্ষণের অপেক্ষা, তারপরই পরিষ্কার হয়ে যাবে ছবিটা। তার আগে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। গুজরাট নির্বাচনের ভোটগণনার প্রতিটি মুহূর্ত নিজেকে আপডেট রাখতে চোখ রাখুন ২৪ ঘণ্টা ডট কমের পেজে। গুজরাটের ৩৩টি জেলায় ৩৭টি কেন্দ্র ভোটগণনা । এবার গুজরাটে দু’দফায় ভোটগ্রহণ করা হয়। দু’দফা মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৬৮.৪১ শতাংশ। বিজেপি টানা ষষ্ঠবার গুজরাতে সরকার গঠনের লক্ষ্যে। অন্যদিকে, কংগ্রেস দু’দশক পরে এই রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া।