করাত হাতে অপহারণকারীকে রুখে দিল অসমের সাহসিনী
Updated By: Jul 18, 2017, 04:31 PM IST
ওয়েব ডেস্ক: সাবাস সাহসিনী। করাত দিয়ে অপহরণকারীদের রুখে দিলেন কিশোরী। অসমের আমগুড়ি এলাকার ঘটনা। কিশোরী টিউশনি পড়ে ফিরছিলেন, সেই সময় হামলা চালায় এক ব্যক্তি। কিশোরীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি। দিনের বেলায় জনবহুল রাস্তায় এই ঘটনা ঘটলেও কিশোরীকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। বরং যখন ঘটনা ঘটছে তখন চারিপাশে ভিড় জমিয়েছেন উত্সাহী জনতা। তবে তারা কেবলই দর্শক। সাহায্যের হাত বাড়াননি কেউ। শেষে নিজেকে বাঁচাতে অপহরণকারীর সঙ্গে রীতিমত ধস্তাধস্তি করে ওই কিশোরী। পেরে না উঠে রাস্তার ধারে অন্য এক ব্যক্তির ব্যাগ থেকে করাত বের করে অপহরণকারীকে প্রতিহত করে। এর পরেই উচিত শিক্ষা পেয়ে চম্পট দেয় অপহরণকারী। (আ।ও পড়ুন- ৫০ লাখ খরচ করে পুজো করেও মন্ত্রী না হতে পেরে পুরোহিতকে পুলিসে দিল তেলেঙ্গানার বিধায়ক)