ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে এবার ইডির আওতায় গান্ধী পরিবার
ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের আওতায় এবার গান্ধী পরিবার। ওই মামলায় প্রাথমিকভাবে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করে ইডি।
বিজেপি নেতা, সুব্রহ্মণ্যম স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যেই সোনিয়া ও রাহুল গান্ধীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছেন সোনিয়া ও রাহুল। আজ সেই আবেদনের শুনানি।
স্বাধীনতার আগে ন্যাশনাল হেরাল্ডের প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু। নয়ের দশকে রুগ্ন ন্যাশনাল হেরাল্ডকে নব্বই কোটি টাকা ঋণ দেয় কংগ্রেস। ঋণ শোধ দিতে ব্যর্থ সংবাদপত্রকে দুহাজার আটে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়া নামে এক সংস্থা। ঘটনাচক্রে ইয়ং ইন্ডিয়ার সিংহভাগ শেয়ারই গান্ধীদের হাতে। সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, কোনও রাজনৈতিক দল বাণিজ্যিক উদ্দেশ্যে কোনও ঋণ দিতে পারে না। ন্যাশনাল হেরাল্ডের অধিগ্রহণেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ তাঁর। কংগ্রেসের পাল্টা দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই অভিযোগ করেছে বিজেপি।