Delhi HC: যৌন নির্যাতন মামলায় যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, এগুলি মানতেই হবে হাসপাতালগুলিকে

Delhi HC: আদালতের তরফে বলা হয়েছে, নির্যাতিতাকে ফাস্ট এইড, ইন ও আউট পেশেন্ট কেয়ার, সার্জারি, ল্যাব টেস্ট, কাউন্সেলিং ও ফ্য়ামিলি কাউন্সেলিং করাতে হবে  

Updated By: Dec 24, 2024, 05:03 PM IST
Delhi HC: যৌন নির্যাতন মামলায় যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, এগুলি মানতেই হবে হাসপাতালগুলিকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুগান্তকারী রায় দিল দিল্লি হাইকোর্ট। ধর্ষণ, অ্যাসিড হামলা, যৌন নিগ্রহ, শিশুদের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে নির্যাতিতাতে বিনা খরচে চিকিত্‍সা দিতে হবে। শুধু সরকারি হাসপাতাল নয়, ওই নির্দেশ পালন করতে হবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেও।

আরও পড়ুন- উলটপুরাণ! বাঘের আতঙ্কে সবাই যখন ঘরে, তখন খোলা আকাশের নীচে স্কুল করছে কচিকাঁচারা...

মঙ্গলবার  একটি মামলার শুনানিকে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং ও বিচারপতি অমিত শর্মা নির্দেশ দেন শুধুমাত্র কেন্দ্র ও রাজ্য সরকারের হালপাতালগুলিই নয়, সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেও ওইসব নির্যাতিতাকে বিনা খরচে চিকিত্সা করতে হবে।

কী ধরনের চিকিত্‍সা? আদালতের তরফে বলা হয়েছে, নির্যাতিতাকে ফাস্ট এইড, ইন ও আউট পেশেন্ট কেয়ার, সার্জারি, ল্যাব টেস্ট, কাউন্সেলিং ও ফ্য়ামিলি কাউন্সেলিং করাতে হবে।

আদালতের তরফে বলা হয়, বহু ধর্ষিত ও নাবালিকা নির্যাতিতা আদালতের দ্বারস্থ হন। এই ধরনের নির্যাতিতাদের কখনও কখনও লম্বা চিকিত্সার প্রয়োজন হয়। কখনও কখনও তাদের হাসপাতালে ভর্তি হতে হয়, প্রচুর ওষুধ লাগে, সার্জারির প্রয়োজন হয়। ধর্ষণ ও যৌন হররানির মামলা যেসব আদালতে রয়েছে সেখানে ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন দুই বিচারপতি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.