JK | Farooq Abdullah: 'জঙ্গিদের মেরে ফেলা উচিত নয়', কী করার প্রস্তাব দিলেন ফারুক আবদুল্লা?

JK | Farooq Abdullah: সম্প্রতি বাদগামে যে জঙ্গি হামলা হয়েছে সেই ঘটনার কথা উল্লেখ করে ফারুক আবদুল্লা বলেন, যারা চাইছে জম্মু ও কাশ্মীরে শান্তি না ফিরুক তারাই ওই হামলা চালিয়েছে। এনিয়ে তদন্ত হওয়া দরকার

Updated By: Nov 2, 2024, 05:45 PM IST
JK | Farooq Abdullah: 'জঙ্গিদের মেরে ফেলা উচিত নয়', কী করার প্রস্তাব দিলেন ফারুক আবদুল্লা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্ক উস্কে দিলেন ন্যাশনাল কন্ফারেন্স নেতা ফারুক আবদুল্লা। শনিবার তিনি সেনা বাহিনীর কাছে আবেদন করেন, জঙ্গিদের মেরে ফেলবেন না। ওদের ধরে রাখুন। আবদুল্লার ওই মন্তব্যে সরব বিজেপি।

আরও পড়ুন-ফালাকাটার পর এবার আলিপুরদুয়ার, গ্রামেরই যুবকের লালসার শিকার ৯ বছরের নাবালিকা

ফারুক আবদুল্লা বলেন, সাম্প্রতিক কালে যেসব জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেইসব ক্ষেত্রে যদি জঙ্গিদের ধরা যেত তাহলে তাদের জেরা করে তাদের নেটওয়ার্ক ও মাস্টারমাইন্ড সম্পর্কে জানা যেত।

সম্প্রতি বাদগামে যে জঙ্গি হামলা হয়েছে সেই ঘটনার কথা উল্লেখ করে ফারুক আবদুল্লা বলেন, যারা চাইছে জম্মু ও কাশ্মীরে শান্তি না ফিরুক তারাই ওই হামলা চালিয়েছে। এনিয়ে তদন্ত হওয়া দরকার।

সংবাদসংস্থা এএনআইকে ফারুক আবদুল্লা বলেন, বাদগাম জঙ্গি হামলা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমরা খুব সন্দেহ যারা কাশ্মীরে শান্তি চায় না তারাই এর পেছনে রয়েছে। জঙ্গিদের যদি ধরা যায় তাহলে আমরা জানতে পারব কারা ওইসব হামলার পেছনে রয়েছে। জঙ্গিদের মেরে ফেলা উচিত নয়। বরং তাদের ধরে জেরা করে জানা উচিত যে কারা ওমর আবদুল্লা সরকারকে বিপাকে ফেলতে চায়।

এদিকে, ফারুক আবদুল্লার ওই মন্তব্যে মুখ খুলেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, ফারুক আবদুল্লা বর্ষীয়ান নেতা। তাঁর সততা নিয়ে নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তিনি যদি এমন কথা বলেন তাহলে কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর এনিয়ে ভাবনাচিন্তা করা উচিত। তাদের ভাবা উচিত কীভাবে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান করা যায়।

অন্যদিকে, ফারুকের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়না। তিনি বলেন, ফারুক আবদুল্লা জানেন ওইসব জঙ্গিরা পাকিস্তান থেকে আসছে। এর জন্য তদন্তের কী প্রয়োজন আছে? আমাদের সবার উচিত সেনা, পুলিস ও প্রশাসনের পাশে থাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.