বেআইনি চিটফান্ড নিয়ে সরব প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারি নিরিখে দেশজুড়ে বেড়ে চলা বেআইনি চিটফান্ডের কার্যকলাপ বন্ধ করার কথা বললেন খোদ প্রধানমনন্ত্রী মনমোহন সিং। শনিবার রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "স্বীকৃতি হীন বহু সংস্থা চড়া সুদ দেওয়ার লোভ দেখিয়ে বহু টাকা তুলছে।`` এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Updated By: Apr 27, 2013, 05:05 PM IST

পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারি নিরিখে দেশজুড়ে বেড়ে চলা বেআইনি চিটফান্ডের কার্যকলাপ বন্ধ করার কথা বললেন খোদ প্রধানমনন্ত্রী মনমোহন সিং। শনিবার রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "স্বীকৃতি হীন বহু সংস্থা চড়া সুদ দেওয়ার লোভ দেখিয়ে বহু টাকা তুলছে।`` এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সারদা কাণ্ডে বহু সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়েছেন। সাংবাদিকদের এই প্রশ্ন এখনের সবচেয়ে বড় খবর নিয়ে মন্তব্য করতে পিছ পা হননি প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার ইতমধ্যেই কোটি টাকার সারদা দুর্নীতি নিয়ে এসএফআইও তদন্তের নির্দেশ দিয়েছে। বেসরকারী ভুঁইফোঁড় সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সেবিও।

.