আসছে সচিত্র ভোটার স্লিপ, লোকসভা নির্বাচনের ময়দানে নয়া চমক নির্বাচন কমিশনের

দিন শেষ সাধারণ ভোটার স্লিপের। এবার বদলের পালা। আসছে সচিত্র ভোটার স্লিপ। আপনার বাড়িতে তা পৌছে যাবে ভোটের দিনকয়েক আগে। এমনই বেশ কিছু নতুন আকর্ষণ নিয়ে এবার লোকসভার ময়দানে নির্বাচন কমিশন। ভোটে এবার নতুন চমক সচিত্র ভোটার স্লিপ।

Updated By: Mar 5, 2014, 09:50 PM IST

দিন শেষ সাধারণ ভোটার স্লিপের। এবার বদলের পালা। আসছে সচিত্র ভোটার স্লিপ। আপনার বাড়িতে তা পৌছে যাবে ভোটের দিনকয়েক আগে। এমনই বেশ কিছু নতুন আকর্ষণ নিয়ে এবার লোকসভার ময়দানে নির্বাচন কমিশন। ভোটে এবার নতুন চমক সচিত্র ভোটার স্লিপ।

এটাই নাকি ভোটারদের ভোট দিতে আসার আমন্ত্রণ পত্র। বলছে নির্বাচন কমিশন।

থাকছে আরও বেশকিছু সুযোগ-সুবিধা। এই ধরুন, ভোটার কার্ড আছে, কিন্তু নাম নেই ভোটার লিস্টে। এমন ভোটারদের জন্য থাকছে শেষ সুযোগ।

তালিকায় কোনও প্রার্থীকেই পছন্দ না হলে ইভিএমে না-ভোটের বোতাম টিপে দিলেই কাজ শেষ ভোটারদের। থাকছে ভিভিপ্যাটও। উদ্দেশ্য ভোটে কারচুপি রুখে আরও স্বচ্ছতা আনা।

৮১ কোটির ওপর ভোটার। ৯ লক্ষ ১০ হাজার পোলিং বুথ। ৯-দফায় ভোট। দিন ঘোষণা হয়ে যেতেই প্রস্তুতিতে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল।

.