Earthquake: হঠাৎই দুলে উঠল মাথার উপরের আকাশ, কেঁপে উঠল পায়ের নীচের মাটি! ভূমিকম্প এবার পাশের পাড়াতেই...

Assam Earthquake: এবার অসম। এবার ভূমিকম্পে কাঁপল পড়শি রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। বুধবার রাত ২টো ২৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। কতটা ক্ষয়ক্ষতি?

Updated By: Feb 27, 2025, 01:31 PM IST
Earthquake: হঠাৎই দুলে উঠল মাথার উপরের আকাশ, কেঁপে উঠল পায়ের নীচের মাটি! ভূমিকম্প এবার পাশের পাড়াতেই...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এটা কি ভূমিকম্পের সপ্তাহ চলছে? কোথাও না কোথাও কম্পন ঘটেই চলেছে। কদিন আগেই ইন্দোনেশিয়ায় ভূকম্প ঘটল। এবার অসম। দিল্লি, কলকাতার পরে এবার অসম। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫। বুধবার রাত ২টো ২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় গুয়াহাটি-সহ গোটা রাজ্যেই। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: Blackout: ব্যাপক বিদ্যুৎবিভ্রাটে অন্ধকারে ডুবল গোটা দেশ! ঘোষণা হল জরুরি অবস্থা, জারি কারফিউ...

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয় কমবেশি গোটা অসমেই। এর কয়েকদিন আগেই দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। ঘণ্টা তিনেকের মধ্যে ভূমিকম্প হয়েছিল বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে। দিল্লি ও বিহারে কম্পনের মাত্রা ছিল ৪। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তারও আগে কলকাতায় অনুভূত হয়েছিল কম্পন। গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভূমিকম্প হয়েছিল। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.১।

আরও পড়ুন: Kalyaneshwar Shiva Mandir: আশ্চর্য এই শিবমন্দিরে পুজো দিতে এসে বিগ্রহ দেখে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন 'জ্যান্ত শিব'!

আর ইন্দোনেশিয়া মানেই তো ভূমিকম্প। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপর অবস্থিত ইন্দোনেশিয়ায় যখন-তখন ভূমিকম্প। তাই লেগেই থাকে ভূমিকম্প, লেগেই থাকে সুনামি। ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে বুধবার সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ ভূমিকম্পটি হল। মার্কিন ভূতত্ত্ববিদেরা জানিয়েছিলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎস। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ইন্দোনেশিয়া মেটিওরলজিক্যাল এজেন্সি ভূমিকম্পের মাত্রা রেকর্ড করেছিল, তারা জানিয়েছিল, প্রাথমিক ভাবে কোনও সুনামি সতর্কতা নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.