প্রতি মাসে বাড়বে ডিজেলের দাম, লাগু আজ থেকেই

সংস্কারের পথে হাঁটতে গিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ডিজেলের দাম প্রতি মাসে বাড়ানো হবে এমন সিদ্ধান্ত নেওয়া হল। সরকার-তেল সংস্থাগুলির বৈঠকের পর সিদ্ধান্ত হয় প্রতি মাসে লিটার প্রতি ৫০ পয়সা করে বাড়ানো হবে ডিজেলের দাম।

Updated By: Jan 17, 2013, 09:06 PM IST

ডিজেলের দাম নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রতিমাসে লিটার পিছু ৫০ পয়সা ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ মধ্য রাত থেকেই এই নিয়ম কার্যকর হবে। তেলসংস্থাগুলির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে আজ মাঝ রাত থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে কমছে ২৫ পয়সা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আগেই ডিজেলের মূল্য বিনিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজেলের মুল্য নির্ধারণে তেলকোম্পানিগুলিকেই দায়িত্ব দেওয়া হয়। এরপর তেলকোম্পানি সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসে সরকার। বৈঠকের পরই ডিজেলের দামবৃদ্ধি নিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।
এর আগে আরেক প্রস্থ আর্থিক সংস্কারের দিকে পা বাড়িয়ে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিল দ্বিতীয় ইউপিএ সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি জানিয়েছেন, এবার বাজারের পরিস্থিতি অনুযায়ী ডিজেলের দাম স্থির করবে তেল বিপণনকারী সংস্থাগুলি। তবে মইলি জানিয়েছেন, তেল সংস্থাগুলি প্রতি ধাপে খুব কমই দাম বাড়াতে পারবে। মুলত ডিজেলে লিটার পিছু যে ৯ টাকা ৬০ পয়সা লোকসান হচ্ছে, সেই ঘাটতি মেটাতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত।
এর আগে ২০১০-এ পেট্রোলের দাম বিনিয়ন্ত্রণ করে সরকার। আজই তেল সংস্থাগুলিকে বৈঠকে ডেকেছে পেট্রোলিয়াম মন্ত্রক। মধ্যরাত থেকেই ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এই মুহূর্তে বাড়ছে না রান্নার গ্যাস ও কেরোসিনের দাম। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ভর্তুকিপ্রাপ্ত রান্নার গ্যাস-সিলিন্ডারের ঊর্ধ্বসীমা ৬ থেকে বাড়িয়ে ৯টি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী আর্থিক বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হবে।
কেন্দ্রের ডিজেলের মূল্য আংশিক বিনিয়ন্ত্রণের সিদ্ধান্তের কড়া সমালোচনা করল সিপিআইএম। সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট জানিয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর আক্রমণ। ডিজেলে মূল্য বিনিয়ন্ত্রণের অর্থ লাগাতার ডিজেলের দাম বাড়া।
ডিজেলের মূল্য বিনিয়ন্ত্রণের সিদ্ধান্তের সমালোচনায় সরব বিজেপিও। ডিজেলের দাম বাড়লে তার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত পণ্যের ওপরেই পড়বে বলে জানান বিজেপি নেতা প্রকাশ জাভরেকর। তিনি বলেন সরকার নিজেদের দায়িত্ব থেকে সরে আসার জন্যই দাম নির্ধারণের দায়িত্ব তেল কোম্পানির হাতে তুলে দিয়েছে।

.