বেলাগাম মন্তব্য করে বিপাকে দিল্লির বিজেপি প্রার্থী, ৪৮ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা কপিল মিশ্রের ওপরে

নিষেধাজ্ঞা নিয়ে কপিল মিশ্র বলেন, কোনও ভুল বলেছি বলে মনে করি না। এদেশে সত্যি বলা কোনও অপরাধ নয়

Updated By: Jan 25, 2020, 04:49 PM IST
বেলাগাম মন্তব্য করে বিপাকে দিল্লির বিজেপি প্রার্থী, ৪৮ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা কপিল মিশ্রের ওপরে

নিজস্ব প্রতিবেদন: সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কপিল মিশ্র। পাল্টা ব্যবস্থা হিসেবে ৪৮ ঘণ্টা কপিলের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। শনিবার বিকেল পাঁচটা থেকে ওই নিষেধাজ্ঞা চালু হচ্ছে।

আরও পড়ুন-রাতে ফোন করে ডাকে কেউ! সকালে বাড়ির অদূরে মিলল যুবতীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ

উল্লেখ্য, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহিনবাগে চলছে টানা বিক্ষোভ। সেই বিক্ষোভে জড়ো হয়েছেন মুসলিম মহিলারা। এটাই চেখে লেগে যায় কপিলের। টুইটারে তিনি লেখেন, শাহিনবাগ এখন মিনি পাকিস্তান।  শুক্রবার বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের।  কমিশনের পক্ষ থেকে বলা হয়, কপিলের ওই টুইট অত্যন্ত আপত্তিজনক এবং ধর্মীয় ভাবনাকে আঘাত করে।

শাহিনবাগের বিক্ষোভকে নিশানা করে মডেল টাউনের বিজেপি প্রার্থী কপিল টুইট করেন, এই শাহিনবাগ দিয়েই এদেশে ঢুকবে পাকিস্তান। এখন এখানে মিনি পাকিস্তান তৈরির চেষ্টা হচ্ছে। এখানে কোনও আইন চলে না। পাকিস্তানি হাঙ্গামাকারীরা রাস্তা দখল করে নিচ্ছে।  অন্য একটি টুইটে সিএএ বিরোধী বিক্ষোভকে ভারত-পাকিস্তান লড়াই বলে উল্লেখ করেন।  এনিয়ে শুক্রবার তাঁর বিরুদ্ধে এফআইআর করে দিল্লি পুলিস।

আরও পড়ুন-নিষেধ সত্ত্বেও জোর করে নাচানাচি, সদ্যোজাতের মৃত্যুতে বৃহন্নলাদের বিরুদ্ধে কঠোর ধারা প্রয়োগ

এদিকে, ওই নিষেধাজ্ঞা নিয়ে কপিল মিশ্র বলেন, কোনও ভুল বলেছি বলে মনে করি না। এদেশে সত্যি বলা কোনও অপরাধ নয়। নিজের বক্তব্য এখনও অনড় রয়েছি।

প্রসঙ্গত, প্রাক্তন আপ নেতা কপিল একসময়ে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগে দল ছেড়েছিলেন।  অভিযোগ ছিল, গোটাটাই দুর্নীতিতে ঢুবে রয়েছেন কেজরিওয়াল। তার পরেই তিনি যোগ দেন বিজেপিতে।

.