তোলাবাজির অভিযোগ গ্রেফতার দাউদের ভাই ইকবাল কাসকর
Updated By: Sep 18, 2017, 11:27 PM IST
ওয়েব ডেস্ক: দাউদ ইব্রাহিমের ছোটভাই ইকবাল কাসকারকে গ্রেফতার করল থানে পুলিশ।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হয়েছে ইকবালকে। সোমবার থানে পুলিসের এক্সটরশন সেল ইকবালের মুম্বইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।এদিন এনকাউন্টার বিশেষজ্ঞ প্রদীপ শর্মার নেতৃত্বে একটি দল গিয়ে তুলে আনে ইকবালকে। তার বিরুদ্ধে একটি তোলাবাজির র্যাকেট চালানোর অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একই অভিযোগ গ্রেফতার করা হয় ইকবালকে। দাউদের পঞ্চম ভাই ইকবালকে ২০০৩ সালে ভারতে ফেরত পাঠায় সংযুক্ত আরব আমিরশাহি সরকার। বেশ কয়েকটি খুনের মামলা ছিল ইকবালের বিরুদ্ধে। এছাড়া বাড়ি নিয়ে হওয়া একটি মামলাতেও নাম ছিল তার। কিন্তু ২০০৭ সালে আদালত থেকে ছাড়া পে্যে যায় ইকবাল।
আরও পড়ুন-গুজরাট দাঙ্গার সময়ে নারোদা গামে ছিলেনই না মায়া, সাক্ষ্য অমিতের