হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল ছবি পোস্ট করলেন পুলিস অফিসার... তারপর?
হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে ছবি, ভিডিও শেয়ারিং এখন নতুন ট্রেন্ড। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশকিছু অশ্লীল ছবি পোস্ট করে চাকরি থেকে বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক পুলিস অফিসার।
Updated By: Jun 23, 2016, 05:05 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে ছবি, ভিডিও শেয়ারিং এখন নতুন ট্রেন্ড। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশকিছু অশ্লীল ছবি পোস্ট করে চাকরি থেকে বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক পুলিস অফিসার।
অ্যাসিসট্যান্ট সাব ইনসপেক্টর পদে কর্মরত ওই পুলিস অফিসারের নাম মঙ্গিলাল পাওয়ার। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় একটি হোয়াটসঅ্যাপে গ্রুপে ৪টি অশ্লীল ছবি পোস্ট করেন পাওয়ার। এরপরই ওই গ্রুপটির অ্যাডমিনিস্ট্রেটর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে, এই 'ভুল' তাঁর অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন মঙ্গিলাল পাওয়ার। তাঁর বক্তব্য, 'ডিলিট করতে গিয়ে সেন্ড হয়ে গেছে।'