জমি বিল নিয়ে জট কাটাতে বিরোধীদের সঙ্গে আন্না হাজারেকেও আলোচনায় ডাকলেন গড়করি
জমি বিল জটে কেন্দ্র। কীভাবে মসৃণ হবে বিলের পথ? মরিয়া বিজেপি এবার জট কাটাতে বিরোধীদের সঙ্গে আলোচনাতেও তৈরি। এমনকি আহ্বান জানানো হয়েছে আন্না হাজারেকেও।
Updated By: Mar 19, 2015, 08:33 PM IST
নয়া দিল্লি: জমি বিল জটে কেন্দ্র। কীভাবে মসৃণ হবে বিলের পথ? মরিয়া বিজেপি এবার জট কাটাতে বিরোধীদের সঙ্গে আলোচনাতেও তৈরি। এমনকি আহ্বান জানানো হয়েছে আন্না হাজারেকেও।
কোন পথে কাটবে জমি বিলের জটিলতা? বিলটিকে চলতি অধিবেশনে পাশ করাতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র। কিন্তু, সংসদের দুই কক্ষে কীভাবে সবুজ সঙ্কেত পাবে জমি বিল? বিজেপি এখন বিরোধীদের সঙ্গে আলোচনাতেও তৈরি।
আলোচনার জন্য তৈরি থাকলেও সংশোধনী যেন গ্রহণযোগ্য হয়। দাবি কংগ্রেসের
শুধু বিরোধীদেরই নয়। জমি বিল নিয়ে পায়ের তলার মাটি শক্ত করতে আন্না হাজারেকেও পাশে পেতে চাইছে কেন্দ্র।