ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে টুইটে বিতর্কিত মন্তব্য শশী থারুরের
ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে মুখ খুলে ফের বিতর্কে কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর। ইয়াকুবের ফাঁসিকে তিনি ঠাণ্ডা মাথায় প্রাণদণ্ড হিসেবেই দেখছেন। তাঁর মতে , ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ফাঁসি কোথাও কোনও সন্ত্রাসবাদী হানা রুখতে পারেনি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে বলে টুইটে মন্তব্য করেছেন থারুর।
ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের ফাঁসির বিরুদ্ধে মুখ খুলে ফের বিতর্কে কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর। ইয়াকুবের ফাঁসিকে তিনি ঠাণ্ডা মাথায় প্রাণদণ্ড হিসেবেই দেখছেন। তাঁর মতে , ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ফাঁসি কোথাও কোনও সন্ত্রাসবাদী হানা রুখতে পারেনি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে বলে টুইটে মন্তব্য করেছেন থারুর।
Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too.
— Shashi Tharoor (@ShashiTharoor) July 30, 2015
There is no evidence that death penalty serves as a deterrent: to the contrary in fact. All it does is exact retribution: unworthy of a Govt
— Shashi Tharoor (@ShashiTharoor) July 30, 2015
এদিকে, মেমনের ফাঁসির পরেও থামছে না বিতর্ক। বাইশ বছর পর ন্যায়বিচার পেলেন মুম্বই বিস্ফোরণে ক্ষতিগ্রস্থদের পরিবার। প্রতিক্রিয়া বিজেপির।
বিচারব্যবস্থার জয় হল। মুম্বই বিস্ফোরণের মূলচক্রী ইয়াকুব মেমনের ফাঁসি প্রসঙ্গে মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের।
ভোর ছটা পঁয়ত্রিশে নাগপুর জেলে ফাঁসি হল ১৯৯৩ মুম্বই বিস্ফোরণে অন্যতম চক্রী ইয়াকুব মেমনের। কিন্তু এই চরম সাজা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি, সিপিআইয়ের মত দলগুলি।