কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত ৩, উত্তরাখণ্ডে মৃদু কম্পন
কাশ্মীরের গান্দেরবাল জেলার কুলান অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে তিনজনের। নিখোঁজ দুজন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
Updated By: Jul 19, 2015, 10:04 AM IST
ওয়েব ডেস্ক: কাশ্মীরের গান্দেরবাল জেলার কুলান অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে তিনজনের। নিখোঁজ দুজন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, ভারী বৃষ্টির জেরে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ির। আহত হয়েছেন ১২ জন। ধসের জেরে বন্ধ রয়েছে শ্রীনগর ও লের যোগাযোগকারী রাস্তা। রাস্তাগুলি দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। রাস্তা বন্ধ থাকায় স্থগিত রয়েছে অমরনাথ যাত্রা।
এদিকে, উত্তরাখণ্ডে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। কম্পনের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের শ্রীনগর।
Tags: