অরুণাচলের গা ঘেঁষেই চিনের বুলেট রেলট্র্যাক, অস্বস্তি বাড়ছে ভারতের

আগামী জুন থেকেই এই রুটে শুরু হতে পারে পরিষেবা।

Updated By: Mar 14, 2021, 05:50 PM IST
অরুণাচলের গা ঘেঁষেই চিনের বুলেট রেলট্র্যাক, অস্বস্তি বাড়ছে ভারতের

নিজস্ব প্রতিবেদন: চিন নিয়ে ভারতের অস্বস্তি কাটছেই না। লাদাখ-উত্তেজনা কমে তো চিন-ভারত সীমান্ত ঘিরে নতুন সঙ্কট দেখা দেয়। এবার যেমন জানা গেল, বেজিং থেকে তিব্বতের লাসা পর্যন্ত বুলেট ট্রেন ছোটানোর প্রস্তুতি শুরু করেছে চিন। সেই ট্রেন ছুটবে ভারতের অরুণাচল প্রদেশের গা ঘেঁষে।

সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, এই ভাবেই সীমান্তে সড়ক, সেতু, রেলপথ ইত্যাদি নির্মাণ করে চিন (China) খুব সম্ভবত ভারতের (India) উপর চাপ বাড়িয়ে রাখতে চাইছে।

আরও পড়ুন: মার্কিন 'প্রিডেটর' ভারতের হাতে এলে ঘুম উড়বে চিন-পাকিস্তানের

জানা গিয়েছে, চিনের নিংচি থেকে তিব্বতের (Tibet) লাসা (Lhasa) পর্যন্ত বুলেট ট্রেন (bullet train) রুটের পরিকল্পনা বেজিংয়ের। এই রেলপথ ৪৩৫ কিমি দীর্ঘ। নিংচি অরুণাচল (Arunachal Pradesh) থেকে মাত্র ৫০ কিমি দূরে! অরুণাচল সীমান্তে ভারতের (Indian border) গা ঘেঁষে চিনা বুলেট ট্রেন ছোটার এই সংবাদে রীতিমতো অস্বস্তিতে ভারত।

যতদূর জানা যাচ্ছে, জুন মাস থেকেই এই রুটে ট্রেন পরিষেবা শুরু হতে পারে। ফলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে সাজানো হতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: গুগল ডুডলে শ্রদ্ধা India’s Satellite Man Udupi Ramachandra Rao-কে

 

 

.