'বৌদ্ধ সেমিনারে দলাই লামাকে আমন্ত্রণ', ভারতকে সতর্ক করল চিন

Updated By: Mar 20, 2017, 09:10 PM IST
'বৌদ্ধ সেমিনারে দলাই লামাকে আমন্ত্রণ', ভারতকে সতর্ক   করল চিন

ওয়েব ডেস্ক: ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সেমিনারে দলাই লামাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, আর এতেই 'রাগ' হয়েছে কমিউনিস্ট দেশ চিনের। এর আগেও অরুণাচল প্রদেশে দলাই লামার অনুপ্রবেশকে ভালো ভাবে নেয়নি চিন। এবার বিহারে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক বৌদ্ধ সেমিনারে দলাই লামাকে ভারতের আমন্ত্রণও ভালো চোখে দেখছে না বেজিং। বারবার দলাই লামার অনুপ্রবেশে 'চিন্তিত' চিন সতর্ক করেছে ভারতকে। "চিনকে অবজ্ঞা করে এবং চিনের কঠোর বিরোধিতা থাকা সত্ত্বেও বিহারে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক বৌদ্ধ সেমিনারে দলাই লামাকে আমান্ত্রণ জানিয়েছে ভারত। চিন ভারতের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট এবং দলাই লামাকে নিমন্ত্রণ জানানোর বিষয়ে আপত্তি জানাচ্ছে", চিনের পত্রিকায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছে চিনা বিদেশমন্ত্রী। (কপাল বেচে খুলল কপাল)  

৮১ বছর বয়সী বৌদ্ধ সন্যাসী দলাই লামা বিহারের নালন্দা জেলার রাজগিরে আন্তর্জাতিক বৌদ্ধ সেমিনারের আনুষ্ঠানিক সূচনা করবেন, এখনও পর্যন্ত এননটাই ঠিক রয়েছে। আগামীতে এই সেমিনারে দলাই লামার আসা নিয়ে কোনও অবস্থানগত বদল হবে বলে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি। 

.