NPS Vatsalya Scheme: এবার শিশুদের জন্যেও পেনশন! শুরু হচ্ছে কেন্দ্রের 'বাৎসল্য স্কিম', কীভাবে আবেদন করবেন?

NPS Vatsalya Scheme: এই প্রকল্পে নাবালক সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এনপিএস অ্যাকাউন্ট খুলে তাদের অবসরকালীন সঞ্চয় শুরু করতে পারবেন বাবা-মা-অভিভাবক। এই নতুন উদ্যোগটি শিশুদের আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Updated By: Sep 18, 2024, 12:57 PM IST
NPS Vatsalya Scheme: এবার শিশুদের জন্যেও পেনশন! শুরু হচ্ছে কেন্দ্রের 'বাৎসল্য স্কিম', কীভাবে আবেদন করবেন?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই ঘোষণা করেছিলেন এই প্রকল্পের কথা। ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আগামী ১৮ সেপ্টেম্বর নয়া দিল্লিতে ন্যাশনাল পেনসন স্কিম (NPS)-এর অধীনে এনপিএস-বাৎসল্য প্রকল্প (NPS Vatsalya Scheme) চালু করতে চলেছেন। দেশের বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেবে বলেও জানিয়েছিলেন তিনি। এনপিএস বাৎসল্য’র সদস্য বা নীতিবন্ধীভুক্ত হবার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী বুধবার একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করবেন। তিনি স্কিমের বিস্তারিত নির্দেশিকা স্বরূপ একটি পুস্তিকাও প্রকাশ করবেন এবং নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের পার্মানেন্ট রিটায়ারমেন্ট একাউন্ট নাম্বার (PRAN) কার্ড বিতরণ করবেন।

আরও পড়ুন, Gold Price Slashed: পুজোর মুখে অনেকটাই সস্তা হল সোনা, জেনে নিন কলকাতার দর

সারা দেশে প্রায় ৭৫ টি স্থানে একযোগে এনপিএস বাৎসল্য প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া এই প্রকল্প গুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ভাবে মূল অনুষ্ঠানের সাথে যুক্ত হবে এবং সেই স্থানে নতুন অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের কাছে প্রাণ একাউন্ট নাম্বার বা সদস্যপদ বিতরণ করা হবে। 

এনপিএস-বাৎসল্য প্রকল্প (NPS Vatsalya Scheme) সম্পর্কিত কিছু তথ্য: 

কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এ ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পে নাবালক সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এনপিএস অ্যাকাউন্ট খুলে তাদের অবসরকালীন সঞ্চয় শুরু করতে পারবেন বাবা-মা-অভিভাবক। এই নতুন উদ্যোগটি শিশুদের আর্থিক ভবিষ্যত সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পটি চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান সহ দীর্ঘমেয়াদী সম্পদ নিশ্চিত করার নিশ্চিত গ্যারান্টি দেবে। এনপিএস বাৎসল্য প্রকল্পে শিশুদের ভবিষ্যত সুরক্ষার জন্য অবিভাবকদের তাঁদের শিশুর নামে বার্ষিক নুন্যতম ১০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। যে দিন অ্যাকাউন্ট খোলা হবে, সেই তারিখ থেকে ৩ বছর পর জমানো টাকার একটা অংশ তোলা যাবে। শিশুর নামে জমানো ওই টাকার ২৫ শতাংশ পর্যন্ত তোলা যাবে। শিশু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, এটিকে একটি স্ট্যান্ডার্ড এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত করা যেতে পারে। এই প্রকল্পটি  পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PFRDA) অধীনে পরিচালিত হবে।

আরও পড়ুন,  Rahul Gandhi: রাহুলকে প্রাণে মেরে ফেলার হুমকি! অভিযোগ দায়ের কাদের বিরুদ্ধে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.