সিডি বিতর্কের জেরে ইস্তফা সিংভি`র

সিডি বিতর্কের জেরে শেষ পর্যন্ত এআইসিসি`র মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক মনু সিংভি। সংসদের আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন বিশিষ্ট এই কংগ্রেস নেতা। সম্প্রতি ওই কংগ্রেস নেতাকে জড়িয়ে একটি বিতর্কিত সিডি সামনে আসে। তার জেরেই এই ইস্তফা।

Updated By: Apr 23, 2012, 09:14 PM IST

সিডি বিতর্কের জেরে শেষ পর্যন্ত এআইসিসি`র মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক মনু সিংভি। সংসদের আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন বিশিষ্ট এই কংগ্রেস নেতা। সম্প্রতি ওই কংগ্রেস নেতাকে জড়িয়ে একটি বিতর্কিত সিডি সামনে আসে। তার জেরেই এই ইস্তফা। গোটা ঘটনা থেকে কংগ্রেস দূরে থাকার চেষ্টা করলেও অভিষেক মনু সিংভির বিবৃতি দাবি করেছে বিজেপি।
কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভিকে জড়িয়ে একটি সিডি নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় রাজধানীর রাজনীতি। ওই সিডিতে নিজের চেম্বারে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে অভিযেক মনু সিংভিকে, এমনটাই অভিযোগ। কংগ্রেস নেতার উপর ব্যক্তিগত স্তরে ক্ষোভের কারণেই তাঁর গাড়ির চালক ওই সিডি সামনে আনেন।
শেষপর্যন্ত সেই সিডি বিতর্কের জেরেই দলের মুখপাত্রের পদ এবং আইন বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির পদ থেকে ইস্তফা  দিলেন অভিযেক মনু সিংভি। তবে তাঁর অভিযোগ, সিডিটি আসল নয়। তা বিকৃত করা হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর বক্তব্য, বিতর্ক মাথাচাড়া দেওয়ায় ইস্তফা দিয়ে ঠিক কাজই করেছেন অভিযেক মনু সিংভি।
তবে বিজেপির অভিযোগ, সমস্যা ব্যক্তিগত নয়, বরং গুরুতর। সেই কারণেই কী কারণে তাঁর ইস্তফা তা ব্যাখ্যা করুন অভিযেক মনু সিংভি, এই দাবি তুলেছে বিজেপি। মঙ্গলবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। তার আগে অভিষেক মনু সিংভিকে ঘিরে এই বিতর্কে নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল কংগ্রেসের।

.