মন্ত্রিসভায় আসতে পারেন একগুচ্ছ নতুন মুখ
আগামিকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। তার আগে আজই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেলমন্ত্রী সিপি যোশী। ইতিমধ্যেই আবাসন মন্ত্রী অজয় মাকেনও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। লোকসভা ভোটের আগে দল ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ঢেলে সাজাতে চাইছে কংগ্রেস। সেজন্যই বহু কেন্দ্রীয় মন্ত্রীকে দলীয় সংগঠনের কাজে ফেরানো হচ্ছে। পাশাপাশি, বহু নতুন মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল করার ভাবনা রয়েছে।
আগামিকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। তার আগে আজই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেলমন্ত্রী সিপি যোশী। ইতিমধ্যেই আবাসন মন্ত্রী অজয় মাকেনও মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। লোকসভা ভোটের আগে দল ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ঢেলে সাজাতে চাইছে কংগ্রেস। সেজন্যই বহু কেন্দ্রীয় মন্ত্রীকে দলীয় সংগঠনের কাজে ফেরানো হচ্ছে। পাশাপাশি, বহু নতুন মুখকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল করার ভাবনা রয়েছে।
ভোটের আগে দলীয় সংগঠনে রদবদল নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন সহসভাপতি রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলও বৈঠকে উপস্থিত ছিলেন।