এবার এক ঘণ্টার বিমান যাত্রা মাত্র ২৫০০ টাকায়

এবার থেকে ভারতের অভ্যন্তরে বিমান যাত্রায় আর খসাতে হবে না কারি কারি টাকা। দীর্ঘ প্রতিক্ষার পর অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে নতুন আইন আজই লাগু করল কেন্দ্রীয় সরকার। আর এর ফলে এবার সস্তা হতে চলেছে আম আদমির বিমান যাত্রা। এই নতুন নীতি কার্যকর হওয়ার পর বিভিন্ন রুটে এক ঘণ্টার বিমান যাত্রা আড়াই হাজার টাকায় নেমে আসবে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

Updated By: Jun 15, 2016, 03:46 PM IST
এবার এক ঘণ্টার বিমান যাত্রা মাত্র ২৫০০ টাকায়

ওয়েব ডেস্ক : এবার থেকে ভারতের অভ্যন্তরে বিমান যাত্রায় আর খসাতে হবে না কারি কারি টাকা। দীর্ঘ প্রতিক্ষার পর অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে নতুন আইন আজই লাগু করল কেন্দ্রীয় সরকার। আর এর ফলে এবার সস্তা হতে চলেছে আম আদমির বিমান যাত্রা। এই নতুন নীতি কার্যকর হওয়ার পর বিভিন্ন রুটে এক ঘণ্টার বিমান যাত্রা আড়াই হাজার টাকায় নেমে আসবে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি, বিমান যাত্রায় অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রেও কমানো হয়েছে মাশুল। আর ঠিক তার কয়েকদিন পরই কেন্দ্রীয় সরকারের এই নতুন নীতি সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই বিমান যাত্রাকে আকর্ষণীয় করে তুলবে। এই নতুন নীতিতে টিকিটের দামের উপরই যে শুধু প্রভাব পড়বে তাই নয়, প্রভাব পড়বে বিভিন্ন প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রেও।

নতুন এই নীতি চলতি অর্থ বর্ষের গোড়াতেই কার্যকর করার কথা ছিল। তবে, নানা কারণে তা কার্যকর করা যায়নি। এবার তা কার্যকর করার ফলে যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

.