পাক সেনার গুলিতে জম্মুতে আহত BSF জওয়ান
ভারত-পাক সীমান্তে এখনও সন্ত্রাস অব্যহত। আজও পাক সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছেন এক BSF জওয়ান। আজ সকাল ১০টা নাগাদ জম্মুর রাজৌরি সেক্টরে ঘটনাটি ঘটে।
Updated By: Dec 2, 2016, 06:04 PM IST
ওয়েব ডেস্ক : ভারত-পাক সীমান্তে এখনও সন্ত্রাস অব্যহত। আজও পাক সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছেন এক BSF জওয়ান। আজ সকাল ১০টা নাগাদ জম্মুর রাজৌরি সেক্টরে ঘটনাটি ঘটে।
BSF সূত্রে খবর আজ সকাল ১০টা নাগাদ হঠাত্ই অতর্কিতে হামলা চালায় পাক সেনা। গুলি চালানো হয় সেখানে। ঘটনায় আহত হন ওই BSF জওয়ান।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ছাউনিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। আর তারপর থেকে দফায় দফায় সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। মৃত্যু হয়েছে ২৬জনের। তাদের মধ্যে ১৪জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১২ জন সাধারণ মানুষ।