JK | BSF: কাকভোরে সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখেই গুলি বিএসএফের, নিহত পাক অনুপ্রবেশকারী

JK | BSF: বিএসএফ সূত্রে খবর গত ২৩ ফেব্রুয়ারি মেঘালয় সীমান্তে জয়ন্তিয়া পাহাড় এলাকায় ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে

Updated By: Feb 26, 2025, 12:36 PM IST
JK | BSF: কাকভোরে সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখেই গুলি বিএসএফের, নিহত পাক অনুপ্রবেশকারী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে থামাল বিএসএফ। বুধবার খুব ভোরে ওই পাক অনুপ্রবেশকারী পাঠানকোট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর তাকে চ্যালেঞ্জ করে বিএসএফ। তাকে থামতে বললেও সে থামেনি। তখনই তাকে লক্ষ করে গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। তাতেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন-বাড়িতে যাতায়াত করত বহু রহস্যজনক লোকজন, প্রতিবাদ করাতেই সুমিতাকে খুন করে টুকরো করে ফাল্গুনী!

ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীর পরিচয় এখনও জানা যায়নি। সংবাদ সংস্থা সূত্রে খবর, অনুপ্রবেশের ওই ঘটনা নিয়ে পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানানো হবে। প্রসঙ্গত, পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তের ৫৫৩ কিলোমিটার এলাকা প্রহরা দেয় বিএসএফ।

ওই ঘটনা নিয়ে সংবাদ সংস্থাকে বিএসএফের তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে পাঠানকোটের তাসপাঠানে কিছু সন্দেহভাজন গতিবিধি নজরে আসে বিএসএফের। দেখা যায় এক অনুপ্রবেশকারী সীমান্ত পারে করে পঞ্জাবে ঢুকছে। তাকে চ্যালেঞ্জ করে বিএসএফ। তার পরেও সে থামেনি। তার পরেই তাকে নিরস্ত্র করে সীমান্তরক্ষী বাহিনী। ওই অনুপ্রবেশকারীর উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বিএসএফ সূত্রে খবর গত ২৩ ফেব্রুয়ারি মেঘালয় সীমান্তে জয়ন্তিয়া পাহাড় এলাকায় ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তার ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিল। গারো হিল এলাকায় আরও ২ বাংলাদেশিকে আটক করেছে মেঘালয় পুলিস। ধৃত ওই চারজনের মধ্যে একজন মুম্বইয়ে কাঠের মিস্ত্রির কাজ করে। অন্য এক বাংলাদেশি মহিলা চিকিত্সার জন্য মুম্বই যাচ্ছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.