অখিলেশ, মায়াবতীর সাহস হয়নি, নয়ডায় যাচ্ছেন যোগী
বড়দিনে নয়ডা মেট্রো প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে থাকবেন যোগী আদিত্যনাথ।
নিজস্ব প্রতিবেদন: নয়ডায় গেলে নাকি আর ক্ষমতায় ফেরা যায় না, এমন ধারণা প্রচলিত লখনৌয়ের অন্দরে। তাই সেখানে পা মাড়াননি মায়াবতী ও অখিলেশ। কিন্তু, যোগী আদিত্যনাথ এসবে বিশ্বাস করেন না। এটা কুসংস্কার বলে মনে করেন যোগী আদিত্যনাথ। ২৫ ডিসেম্বর নয়ডা মেট্রোর সূচনা করবেন নরেন্দ্র মোদী। ওই অনুষ্ঠানে থাকতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
নয়ডা নিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতার অলিন্দে কুসংস্কার দীর্ঘদিন। সেই কুসংস্কারের জন্য সেখানে কখনও যাননি অখিলেশ যাদব ও মায়াবতী। সেই নয়ডাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, মায়াবতী ও অখিলেশ দুজনেই নয়ডায় যাননি। তবে ক্ষমতাতেও ফিরতে পারেননি।
ক্ষমতায় আসার পরই যোগী আদিত্যনাথ ঘোষণা করেন, তিনি রাজ্যের ৭৫টি জেলাতেই যাবেন। খতিয়ে দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উন্নয়নের কাজকর্ম।