Board Examination: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নয়া সিদ্ধান্ত CBSE-র! দশম ও দ্বাদশ শ্রেণিতে এবার...

Board Examination:  বদলে যাচ্ছে ক্লাস টেন ও টুয়েলেভের পরীক্ষা পদ্ধতি।

Updated By: Feb 25, 2025, 10:57 PM IST
Board Examination: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নয়া সিদ্ধান্ত CBSE-র! দশম ও দ্বাদশ শ্রেণিতে এবার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: জল্পনা ছিলই। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বদলে যাচ্ছে পরীক্ষা পদ্ধতি। বছরে একবার নয়, জাতীয় শিক্ষা নীতির সুপারিশ মেনে এবার দু'বার পরীক্ষা নেওয়া হবে  দশম ও দ্বাদশ শ্রেণি। নয়া ব্যবস্থা সংক্রান্ত খসড়া প্রকাশ করল CBSE।  

আরও  পড়ুন:  23-Year-Old Youth kills 5: বীভৎস! দুপুর তিনটের সময় প্রথম খুন! তারপর দীর্ঘ পথ ঘুরে ঘুরে একে-একে ছুরিকাঘাত ৬ জনকে...

পরীক্ষার্থীদের কথা মাথা রেখেই এবার পরীক্ষা বদলের সিদ্ধান্ত নিল CBSE। একবার ফেব্রুয়ারিতে, আবার মে-তে।  দশম ও দ্বাদশ শ্রেণিতে বছরে দু'বার পরীক্ষা প্রস্তাব দেওয়া হল খসড়ায়। প্রথম পরীক্ষার পর রেজাল্ট হাতে পাবে না পড়ুয়ারা।  পরের ক্লাসে ভর্তি হওয়ার জন্য ডিজি লকার থেকে প্রশ্নপত্র নিতে হবে। চূড়ান্ত ফল প্রকাশ হবে দ্বিতীয় পরীক্ষার পর। সেক্ষেত্রে কোনও বিষয়ে যদি প্রস্তুতি কম থাকে, তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসে ভালো নম্বর তোলার সুযোগ পাবে পড়ুয়ারা। এমনকী, প্রথম পরীক্ষা ফল দেখার চাইলে দ্বিতীয় পরীক্ষা না বসার সিদ্ধান্ত নেওয়া যাবে। ৯ মার্চের মধ্যে বোর্ডে ওয়েবসাইটে গিয়ে খসড়া মতামতা জানাতে পারবেন  অভিভাবক, শিক্ষক-সহ সংশ্লিষ্ট সকলেই। 

আরও পড়ুন:  Maha Kumbh: মহাশিবরাত্রির দিনেই শেষ শাহি স্নান! জেনে নিন, ক'টার সময়ে স্নান করবেন, কখন শুরু হচ্ছে শুভ সময়...

এর আগে, ২০২৩ সালে অগাস্টেই সে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, ২০২০ সালের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পঠনপাঠন ও পরীক্ষা ব্যবস্থায় নতুন নিয়মকানুন লাগু হবে। সেই পথেই আরও এক ধাপ এগল কেন্দ্র।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.