৬২৭ কালো টাকার মালিকদের তালিকায় নেই কোনও 'বড়' নাম, দাবি সূত্রের

বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্টধারী ৬২৭ জনের নামের মধ্যে নেই কোনও বড় রাজনৈতিক দলের নেতা বা বড় কর্পোরেট হাউস প্রধানের নাম। সূত্রে খবর গতকাল কেন্দ্র কালো টাকার মালিকদের যে তালিকা সুপ্রিমকোর্টে জমা দিয়েছে সেখান নেই চাঞ্চল্য সৃষ্টি করার মত কোনও নাম।

Updated By: Oct 30, 2014, 11:12 AM IST
৬২৭ কালো টাকার মালিকদের তালিকায় নেই কোনও 'বড়' নাম, দাবি সূত্রের

নয়া দিল্লি: বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্টধারী ৬২৭ জনের নামের মধ্যে নেই কোনও বড় রাজনৈতিক দলের নেতা বা বড় কর্পোরেট হাউস প্রধানের নাম। সূত্রে খবর গতকাল কেন্দ্র কালো টাকার মালিকদের যে তালিকা সুপ্রিমকোর্টে জমা দিয়েছে সেখান নেই চাঞ্চল্য সৃষ্টি করার মত কোনও নাম।

সূত্রে খবর বিদেশি ব্যাঙ্কে কর ফাঁকি দাওয়া যে কোটি কোটি কালো টাকা জমা আছে তা ফেরত পাওয়ার সম্ভাবনাও অতি ক্ষীণ। যদিও বেআইনিভাবে বিদেশি ব্যাঙ্কে টাকা জমিয়ে রাখার অপরাধে শাস্তির সম্মুখীন হতে পারেন ৩৫০ জন।

যদিও মিডিয়ার দাবি এই ৩৫০ জনের যে অ্যাকাউন্টগুলি প্রশ্নের মুখে সেগুলি অত্যন্ত পুরনো। বর্ত্মানে এই অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণও খুবই কম।

৬২৭ জনের মধ্যে ২৭৭ জনই এনআরআই। ফলে ভারতীয় আইনের হাত থেকে সহজেই খালাস হয়ে যাবেন তাঁরা।  

বুধবার শীর্ষ আদালতের সামনে কালো টাকা ইস্যুতে ৬২৭ জনের নাম জমা দিল কেন্দ্র। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মুখ বন্ধ খামে বুধবারের মধ্যে সমস্ত নামের তালিকা জমা দিতে হবে কেন্দ্রকে।

বিদেশের ব্যাঙ্কে কাদের টাকা রয়েছে? তার পরিমান কত? তাঁদের বিস্তারিত পরিচয় সমেত তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

এর আগে সোমবার বিদেশী ব্যাঙ্কে কালো টাকা গচ্ছিত রাখার অপরাধে ৭ জনের নাম প্রকাশ্যে আনে কেন্দ্র। কেন নাম প্রকাশে আইনী বাধার তত্ত্ব খাড়া করতে চাইছে সরকার? তা নিয়ে ওঠে প্রশ্ন। আয়কর ফাঁকি দিতেই টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাচার করে দেন তাঁরা। এমনই অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

 

.