ধরনায় কেজরি, কাজে যোগ দিলেন সিসোদিয়া

আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, কারও বাড়ি বা কার্যালয়ে এমন ধরনা কখনও গ্রহণযোগ্য নয়।

Updated By: Jun 19, 2018, 03:56 PM IST
ধরনায় কেজরি, কাজে যোগ দিলেন সিসোদিয়া

নিজস্ব প্রতিবেদন: কেজরিওয়াল রণে ভঙ্গ দিলেন বলা যাবে না এখনও, তবে আংশিকভাবে পিছু হঠতে হল আম আদমি পার্টিকে। মঙ্গলবার কাজে যোগ দিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন। তবে, দিল্লির রাজ নিবাসে এখন ধরনা জারি রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁরই ক্যাবিনেটের সহকর্মী গোপাল রাই।

উপ-রাজ্যপাল অনিল বৈজলের সরকারি বাসভবন ও সংলগ্ন কার্যালয়ে ধরনা দিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এই দুই মন্ত্রী। চিকিত্সার পর তাঁরা এখন সুস্থ বোধ করায় ফের কাজে যোগ দিলেন বলে জানানো হয়েছে।

সোমবারই দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের দলের ধরনা কর্মসূচিকে অবৈধ বলে জানিয়েছিল। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, আপ প্রধান ও তাঁর দলীয় কর্মীরা ধরনা দিতেই পারেন। কিন্তু, কারও বাড়ি বা কার্যালয়ে এমন ধরনা কখনও গ্রহণযোগ্য নয়। এরপরই দুই মন্ত্রীর কাজে যোগ দেওয়ার সিদ্ধান্তে আদালতের কড়া মনোভাবের প্রতিফলন দেখছে রাজনীতির কারবারিদের একাংশ।

.