Agneepath Recruitment: এবার একধাক্কায় বয়স কমছে ভারতীয় সামরিক বাহিনীর
Agneepath Army Recruitment Scheme : এই শর্ট-টার্ম নিয়োগ প্রক্রিয়া নিয়ে বহু বিতর্ক হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এই স্কিমের নাম ঘোষণা করেছেন-- 'অগ্নিপথ'।
নিজস্ব প্রতিবেদন: এতদিন গড় বয়স ছিল ৩২, এবার তা হতে চলেছে ২৬। ভারত সরকার অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিম ঘোষণা করল। যাতে নিযুক্তদের কাজের সময়সীমা থাকবে সাকুল্যে ৪ বছর। এবং নিয়োগও হবে অনেক কম বয়সে।
এই শর্ট-টার্ম নিয়োগ প্রক্রিয়া নিয়ে বহু বিতর্ক হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এই স্কিমের নাম ঘোষণা করেছেন-- 'অগ্নিপথ'। তিনি বলেন, এই স্কিমের ফলে অতি তরুণ ভারতীয়রা এবার ভারতীয় সামরিক বাহিনীতে অংশ গ্রহণ করতে পারবেন। তাঁদের 'অগ্নিবীর' নামে ডাকা হবে।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন আর্মি স্টাফ জেনারেল চিফ মনোজ পাণ্ডে, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল আর হরি কুমার প্রমুখ।
এই সূত্রে পৃথিবীর বিভিন্ন অগ্রগণ্য দেশের সামরিক বাহিনীর গড় বয়সের দিকে একটু নজর দেওয়া যাক:
মার্কিন দেশের সামরিক বাহিনীর গড় বয়স ২৭-এর আশেপাশে
জাপানে-- ১৮ বছর
রাশিয়ায়-- ১৮-২৭ বছর
যুক্তরাজ্যে-- ৩০ বছর
ফ্রান্সে-- অনূর্ধ ১৮
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Narendra Modi: ১৮ মাসে ১০ লক্ষ কর্মসংস্থান, বড় ঘোষণা মোদীর