রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আম্মার দরবারে আডবাণী

শাসক ইউপিএ জোটের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপি শিবিরেও চলছে জোর তত্‍পরতা। আর এ ব্যাপারে ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকদের মূল লক্ষ্য, এনডিএ জোট অটুট রেখে অন্যান্য অকংগ্রেস দলগুলিকে সঙ্ঘবদ্ধ করা।

Updated By: Jun 14, 2012, 03:55 PM IST

শাসক ইউপিএ জোটের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপি শিবিরেও চলছে জোর তত্‍পরতা। আর এ ব্যাপারে ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকদের মূল লক্ষ্য, এনডিএ জোট অটুট রেখে অন্যান্য অকংগ্রেস দলগুলিকে সঙ্ঘবদ্ধ করা। আজ চেন্নাইয়ে এআইএডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে দেখা করেন লালকৃষ্ণ আডবাণী। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থনের জন্য জয়ললিতাকে অনুরোধ করেন তিনি। রাজনৈতিক দলগুলির মধ্যে সহমতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষপাতী বলে বিজেপির `লৌহপুরুষ`কে জানিয়েছেন জয়ললিতা।
তবে, এনডিএ শিবির এখনও পর্যন্ত রাষ্ট্রপতি পদে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইউপিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করার পরই এনডিএ তাদের প্রার্থীর নাম জানাবে। এ সবের মধ্যেই, মেঘালয়ের এনসিপি নেতা পি এ সাংমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে তুলে ধরার জন্য এখনও অনড় নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা বা তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডুও লোকসভার প্রাক্তন স্পিকারকে `রাইসিনা হিলের রেসে` সমর্থন জানাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

.