রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আম্মার দরবারে আডবাণী
শাসক ইউপিএ জোটের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপি শিবিরেও চলছে জোর তত্পরতা। আর এ ব্যাপারে ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকদের মূল লক্ষ্য, এনডিএ জোট অটুট রেখে অন্যান্য অকংগ্রেস দলগুলিকে সঙ্ঘবদ্ধ করা।
শাসক ইউপিএ জোটের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপি শিবিরেও চলছে জোর তত্পরতা। আর এ ব্যাপারে ১১ নম্বর অশোক রোডের নীতি নির্ধারকদের মূল লক্ষ্য, এনডিএ জোট অটুট রেখে অন্যান্য অকংগ্রেস দলগুলিকে সঙ্ঘবদ্ধ করা। আজ চেন্নাইয়ে এআইএডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে দেখা করেন লালকৃষ্ণ আডবাণী। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থনের জন্য জয়ললিতাকে অনুরোধ করেন তিনি। রাজনৈতিক দলগুলির মধ্যে সহমতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষপাতী বলে বিজেপির `লৌহপুরুষ`কে জানিয়েছেন জয়ললিতা।
তবে, এনডিএ শিবির এখনও পর্যন্ত রাষ্ট্রপতি পদে কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ইউপিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করার পরই এনডিএ তাদের প্রার্থীর নাম জানাবে। এ সবের মধ্যেই, মেঘালয়ের এনসিপি নেতা পি এ সাংমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে তুলে ধরার জন্য এখনও অনড় নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা বা তেলুগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডুও লোকসভার প্রাক্তন স্পিকারকে `রাইসিনা হিলের রেসে` সমর্থন জানাতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।