আঙুলের একছাপেই এবার বিল মিটিয়ে ফেলুন
চলে এল বিল মেটানোর নয়া পদ্ধতি। বিল মেটাতে এবার আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লাগবে না। শুধু আঙুলের এক ছাপেই আপনি আপনার বিল পেমেন্ট করে দিতে পারবেন।
ওয়েব ডেস্ক : চলে এল বিল মেটানোর নয়া পদ্ধতি। বিল মেটাতে এবার আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড লাগবে না। শুধু আঙুলের এক ছাপেই আপনি আপনার বিল পেমেন্ট করে দিতে পারবেন।
মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হল আধার পে সার্ভিস। এটি একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা। যা থাকতে হবে বিক্রেতা ও ক্রেতা উভয়ের কাছেই। এই অ্যাপের মাধ্যমে, এবার থেকে আপনি ফিংগারপ্রিন্টের মাধ্যমেই বিল মেটাতে পারবেন।
এই ব্যবস্থায় বিক্রেতার স্মার্টফোনটির সঙ্গে যোগ থাকবে একটি বায়োমেট্রিক ডিভাইসের। যা ফিংগার প্রিন্ট স্ক্যান করবে। এবার ক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তাঁর আধার লিংক থাকলেই, বিল পেমেন্ট হয়ে যাবে।
নতুন এই অ্যাপটি তৈরি করেছে IDFC ব্যাঙ্ক। ইতিমধ্যে তারা সেই পরিষেবা শুরুও করে দিয়েছে।
আরও পড়ুন, আধার কার্ডে দেওয়া তথ্য অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত : UIDAI