আচ্ছে দিন কোনও দিনই আসা সম্ভব নয়, বললেন গড়কড়ি

এ যেন যাতে চোপাট, তাতেই লোপাট হওয়ার আশঙ্কা। নরেন্দ্র মোদী সরকারের দেশের ক্ষমতায় আসার পিছনে অনেক বড় অবদান ছিল আচ্ছে দিন স্লোগানটার। আচ্ছে দিনের কথা বলে হাততালি কুড়িয়েছিলেন মোদী। এখন সেই স্লোগানটাই তাদের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কথা কোনও বিরোধী দলের নেতা নন, বললেন খোদ মোদী সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেছেন, ''ভাল সময় বা আচ্ছে দিন-এই স্লোগানটা আমাদের সঙ্গে এমনভাবে জুড়ে গিয়েছে, সবাই প্রশ্ন করছেন, কবে আচ্ছে দিন আসবে! এই কথাটা আমাদের কাছে গলার কাঁটা হয়ে গিয়েছি। আসলে আমাদের দেশে এত না পাওয়ার কথা রয়েছে যে আচ্ছে দিন কোনও দিনই আসা সম্ভব নয়।''

Updated By: Sep 14, 2016, 10:38 AM IST
আচ্ছে দিন কোনও দিনই আসা সম্ভব নয়, বললেন গড়কড়ি

ওয়েব ডেস্ক: এ যেন যাতে চোপাট, তাতেই লোপাট হওয়ার আশঙ্কা। নরেন্দ্র মোদী সরকারের দেশের ক্ষমতায় আসার পিছনে অনেক বড় অবদান ছিল আচ্ছে দিন স্লোগানটার। আচ্ছে দিনের কথা বলে হাততালি কুড়িয়েছিলেন মোদী। এখন সেই স্লোগানটাই তাদের সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কথা কোনও বিরোধী দলের নেতা নন, বললেন খোদ মোদী সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেছেন, ''ভাল সময় বা আচ্ছে দিন-এই স্লোগানটা আমাদের সঙ্গে এমনভাবে জুড়ে গিয়েছে, সবাই প্রশ্ন করছেন, কবে আচ্ছে দিন আসবে! এই কথাটা আমাদের কাছে গলার কাঁটা হয়ে গিয়েছি। আসলে আমাদের দেশে এত না পাওয়ার কথা রয়েছে যে আচ্ছে দিন কোনও দিনই আসা সম্ভব নয়।''

আরও পড়ুন- সুষমার হাত ধরে স্কুলের পথে পাকিস্তানের মধু

কথাটা কিছুটা রসিকতার সুরে বললেও তাঁর এই মন্তব্য যে বিতর্কিত হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরে গড়কড়ি যোগ করেন, ''প্রচারমাধ্যম যেন আবার এই কথাটার অপব্যাখা না করে। আমি বলতে চেয়েছি যাঁদের সাইকেল রয়েছে, তাঁরা চান স্কুটার বা বাইক চড়তে এবং যাঁদের বাইক রয়েছে তাঁরা চান গাড়ি, এভাবে প্রত্যাশা বাড়তে থাকে। তাতে কোনও ভুল নেই। কিন্তু এতে আচ্ছে দিন জিনিসটা অনুভব করা কঠিন হয়ে যায়।''এমনকী আচ্ছা দিন শব্দটার মানেও মনে করিয়ে দিয়ে গড়কড়ি বলেন, 'আচ্ছে দিনের অর্থ ভালো আশা-প্রত্যাশা।'   

'আচ্ছে দিন' শব্দটা নরেন্দ্র মোদী নন মনমোহন সিং প্রথমে ব্যবহার করেছিলেন বলে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাহাজ মন্ত্রী। গড়কড়ি মনে করিয়ে দেন, দিল্লিতে অনাবাসী ভারতীয়র এক প্রশ্নের উত্তরে মনমোহন সিংহ বলেছিলেন, 'আচ্ছে দিন' আসবে। মোদী নাকি পরে সেটাই ব্যবহার করেন।

বিশেষজ্ঞমহল বলছে, গড়কড়ির এই কথাতেই পরিষ্কার, মোদী সরকার আচ্ছে দিন-স্লোগানটা গা থেকে ঝেড়ে ফেলতে চাইছে। মনমোহন সিং প্রথমে এই কথা বলেছিলেন বলে বিজেপি একটু হাল্কা হতে চাইছে।

.