Student Gave Birth | Headmaster Suspended | কন্যাসন্তানের জন্ম দিল ১০ বছরের ছাত্রী! ভয়ংকর কাণ্ডে কোপে হেডমাস্টার...

 Student Gave Birth | Headmaster Suspended | ঘটনার সূত্রপাত এক দশ বছরের নাবালিকা স্কুলের পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে ফিরে প্রি ম্যাচিওর কন্যা সন্তান প্রসব করে। সঙ্গে সঙ্গে তাকে চিত্রকুন্ডা সাব ডিভিশনাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তারপরে মালকানগিরি ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হয়।

Updated By: Feb 26, 2025, 10:01 PM IST
 Student Gave Birth | Headmaster Suspended | কন্যাসন্তানের জন্ম দিল ১০ বছরের ছাত্রী! ভয়ংকর কাণ্ডে কোপে হেডমাস্টার...

 

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  দশ বছরের ছাত্রী মা! স্কুলের হস্টেলে প্রসব কন্যাসন্তান !
 

এ ও সম্ভব? ১০ বছরের মেয়ে এবার মা? শুনলে বিস্মিত এবং ভয় পেতে হয় সমাজ ব্যবস্থা এবং চারপাশের পরিবেশ নিয়ে। এ কোন দেশে বাস করছি যেখানে একটি দশ বছরের মেয়ের স্কুলের হোস্টেলেও (Hostel) নিরাপত্তা নেই? এরকমই আশ্চর্য ঘটনা ঘটেছে ওডিশার ( Odisha) মালকানগিরী (Malkangiri) জেলার একটি স্কুলের হস্টেলে। জেলা প্রশাসনের তরফ থেকে হস্টেলের মেট্রন সুচিত্রা চারচি এবং সেই স্কুলের হেডমাস্টার অজিতকুমার মাদকামি--এই দুজনকেই সাসপেন্ড (Suspend) করা হয়েছে।

  Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন   Google News

ঘটনার সূত্রপাত এক দশ বছরের নাবালিকা স্কুলের পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে ফিরে প্রি ম্যাচিওর (Pre mature) কন্যা সন্তান প্রসব করে। সঙ্গে সঙ্গে তাকে চিত্রকুন্ডা সাব ডিভিশনাল হসপিটালে (Sub Divisional Hospital) নিয়ে যাওয়া হয় এবং তারপরে মালকানগিরী জেলা হসপিটালে স্থানান্তরিত করা হয়। চিত্রকুন্ডার সাব ডিভিশনাল পুলিশ অফিসার (Police Officer) প্রদোষ প্রধান জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POKSO)- এই দুই আইনের আওতায় কঠোরভাবে ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে। দশ বছরের মেয়েটির মা বাবা অত্যন্ত বিস্মিত যে হস্টেল কর্তৃপক্ষ এতদিন ধরে এই ঘটনা চেপে রাখলেন কী করে।

আরও পড়ু  গরমেও বন্ধ AC, চালাতে বলায় ছুরির কোপ বসাতে এল অ্যাপক্যাব চালক!

তফশিলি জাতি ও অনগ্রসর সম্প্রদায় (SC/ST) কল্যাণ দফতর এই স্কুল পরিচালনা করে। সাধারণত স্কুলে পুরুষদের প্রবেশ নিষেধ। জনকল্যাণ দফতর জানেনা কী করে এই অস্বাভাবিক ঘটনা ঘটল। প্রতি সপ্তাহে স্বাস্থ্যকর্মীরা হস্টেলের সমস্ত ছাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা (Health Checkup) করে। এই ঘটনায় আবার প্রমাণিত হল স্বাস্থ্যকর্মীরা তাদের কাজ ঠিক করে করেনি। জেলার জলকল্যাণ আধিকারিক জানিয়েছেন, খুব সম্ভবত মেয়েটি যখন ছুটিতে বাড়ি গিয়েছিল, তখন এই ঘটনা ঘটেছে।

অভ্যন্তরীণ তদন্ত ( Internal Investigation) ইতোমধ্যে শুরু হয়েছে। ছাত্রীটির এই ঘটনার জন্য সম্ভাব্য একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.