Vande Bharat Express in Union Budget 2022-23: তিন বছরে দেশে ৪০০ 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেন, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
দেশে তৈরি হবে ৭৫ হাজার কিলোমিটার হাইওয়ে: কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে (Union Budget 2022-23) একাধিক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৪০০টি নতুন 'বন্দে ভারত এক্সপ্রেস' (Vande Bharat Express Trains) ট্রেনের ঘোষণা করলেন নির্মলা সীতারমণ (Finance Minister Nirmala Sitharaman)। একই সঙ্গে প্রধানমন্ত্রী গতিশক্তি (PM Gati Shakti) মাস্টার প্ল্যানের আওতায় ১০০টি কার্গো টার্মিনাল নির্মাণের ঘোষণাও করলেন তিনি।
মঙ্গলবার পেশ করা প্রায় দেড় ঘণ্টার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী তিন বছরের মধ্যে দেশে ৪০০টি নতুন 'বন্দে ভারত এক্সপ্রেস' (Vande Bharat Express Trains) ট্রেন এবং ১০০টি কার্গো টার্মিনাল হবে। ৭৫ হাজার কিলোমিটার হাইওয়ে, ৪টি জায়গায় লজিস্টিক পার্ক নির্মাণের ঘোষণাও করেন তিনি। এছাড়া নির্মলা সীতারমণ (Finance Minister Nirmala Sitharaman) আরও জানান, ন্যাশনাল রোপওয়ে প্রোগ্রামের (National Ropeway Programme) আওতায় পাহাড়ি অঞ্চলে ৬০ কিলোমিটার রোপওয়ে চলাচলের ব্যবস্থা করা হবে। 'One Station One Product' পলিসি লাগু করবে কেন্দ্রীয় সরকার।
400 new generation Vande Bharat trains with better Energy Efficiency and passenger riding experience to be manufactured in next three years: FM Nirmala Sitharaman #Budget2022
— ANI (@ANI) February 1, 2022
PM Gati Shakti Master Plan for Expressways to be formulated in 2022-23, to facilitate faster movement of people and goods. NH network to be expanded by 25,000 km in 2022-23. Rs. 20,000 crores to be mobilized to complement public resources: FM Nirmala Sitharaman#Budget2022 pic.twitter.com/4u2YJtwuVg
— ANI (@ANI) February 1, 2022
সম্প্রতি সংসদের যৌথ অধিবেশনের ভাষণেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (President Ram Nath Kovind) জানান, ভারতীয় রেলকে অত্যাধুনিক করতে সর্বত ভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার। গত সাত বছরে ২৪ হাজার কিলোমিটার রেলপথ বিদ্যুৎ সংযোগ হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের আশা, এবারের বাজেটে ৭ হাজার কিলোমিটার রেলপথে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যমাত্রা নিতে পারে কেন্দ্র। এর জন্য বরাদ্দ হতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: IT Return In Budget 2022: করদাতাদের জন্য সুখবর, IT রিটার্ন নিয়মে এবার দারুণ সুবিধা