আইইডি বিস্ফোরণে এক জওয়ান নিহত জম্মু-কাশ্মীরের সীমান্ত রেখায়

মেনধরে আইডি বিস্ফোরণের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনও এই ঘটনার দায় স্বীকার করেনি। জম্মু-কাশ্মীরের ৬ আসনের ভোটগ্রহণ কার্যত নিশ্চিন্তে হয়

Updated By: May 22, 2019, 06:24 PM IST
আইইডি বিস্ফোরণে এক জওয়ান নিহত জম্মু-কাশ্মীরের সীমান্ত রেখায়
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের প্রকৃত সীমান্ত রেখার কাছে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল এক জওয়ানের। ৮ জন গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। বুধবার পুঞ্জ জেলার মেনধরে এই ঘটনাটি ঘটে।

মেনধরে আইডি বিস্ফোরণের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনও এই ঘটনার দায় স্বীকার করেনি। জম্মু-কাশ্মীরের ৬ আসনের ভোটগ্রহণ কার্যত নিশ্চিন্তে হয়। কড়া নিরাপত্তায় ৫ দফায় ভোটগ্রহণ হয় উপত্যাকায়। আগামিকাল ফল বেরনোর আগেই জঙ্গি হামলায় উত্তপ্ত হয়ে উঠে জম্মু-কাশ্মীর।

আরও পড়ুন- ইভিএম এখন বিজেপির কাছে ‘ইলেকশন ভিকট্রি মেশিন’, অভিযোগ কংগ্রেসের

উল্লেখ্য, আজই জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি-সেনার ব্যাপক গুলির লড়াই চলে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কুলগামে জঙ্গি অভিযানে নামে সেনা। সূত্রে খব, জঙ্গিদের তরফ থেকেই প্রথমে হামলা চালানো হয়। জবাবে ২ জঙ্গি নিকেশ করা গিয়েছে বলে জানা যাচ্ছে। 

.