লকডাউনের রাস্তায় গণ্ডার, তেড়ে এল পথচারির দিকে! ধরা পড়ল ক্যামেরায়

৬ এপ্রিল দুপুরে টুইটারে পোস্ট হওয়া এই ভিডিয়োটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...

Edited By: সুদীপ দে | Updated By: Apr 7, 2020, 12:09 PM IST
লকডাউনের রাস্তায় গণ্ডার, তেড়ে এল পথচারির দিকে! ধরা পড়ল ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের জেরে পৃথিবীর বেশিরভাগ শহরের মানুষই এখন ঘরবন্দি। তাই রাস্তা-ঘাট ফাঁকা, গাড়ির সংখ্যাও হাতে-গোনা। সকলেই আতঙ্কে জড়োসড়ো। করোনা আতঙ্কের জেরে বিগত কয়েক দিনে যেমন অনেকটাই কমেছে ব্যস্ততম শহরগুলির দূষণের মাত্রা, তেমনই একই সঙ্গে বদলে গিয়েছে আধুনিক সভ্যতার চেনা ছবিটাই! করোনা আতঙ্কের জেরে এখন গৃহবন্দি মানুষ আর মুক্ত বন্যরা।

জাপানের নারা পার্ক, ক্যালিফোর্নিয়ার পশ্চিম ওকল্যান্ডের বন্ধ স্কুলের মাঠের মতো এ বার রাস্তায় গণ্ডার ঘুরে বেড়াতে দেখা গেল। ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। তবে এ বারের দৃশ্যটা খানিকটা আতঙ্ক বাড়িয়েছে স্থানীয় বাসিন্দদের মনে। কারণ, এ বার রাস্তায় বেরিয়ে গণ্ডারের তাড়া খেতে হল মানুষকে!

ঘটনাটি ঘটেছে নেপালের চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। ৬ এপ্রিল দুপুরে টুইটারে পোস্ট হওয়া এই ভিডিয়োটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

এই ভিডিয়োটি কবেকার তা সঠিক ভাবে জানা যায়নি। তবে চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় এই দৃশ্য নাকি খুবই স্বাভাবিক! স্থানীয়দের মতে, শুধুমাত্র লকডাউনেই নয়, বছরের যে কোনও সময় মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পারাপার করতে বা রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় একাধিক বন্য প্রাণীকে।

আরও পড়ুন: করোনা আতঙ্কে বদলে গেল আধুনিক সভ্যতার চেনা ছবি! গৃহবন্দি মানুষ আর মুক্ত বন্যরা

সপ্তাহ খানেক আগে জাপানের নারা পার্ক সংলগ্ন এলাকায় ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল একপাল বিরল প্রজাতির সিকা হরিণকে। শুধু জাপান কেন, হরিদ্বারেও রাস্তায় হরিণ ঘুরে বেড়ানোর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। লকডাউনের জেরে ঘরে বসে মাঝে মধ্যেই এখন বন্য প্রাণীর দেখা পাচ্ছেন সাধারণ মানুষ।

.