দুর্ঘটনা পর এই জিরাফের হাল দেখে আঁতকে ওঠার জোগাড়
না, কোনও ফোটোশপ নয়। আপনার চোখের দৃষ্টিভ্রমও নয়। সত্যি জিরাফটির উঁচু গলা বাঁকা। তবে তানজানিয়ার সেরেনগেটি ন্যাশানাল পার্কে এই জিরাফটির গলার হাড় জন্মের থেকে বাঁকা নয়, জানান সেই পার্কের এক গাইড।
Updated By: Jun 2, 2015, 03:14 PM IST
ওয়েব ডেস্ক: না, কোনও ফোটোশপ নয়। আপনার চোখের দৃষ্টিভ্রমও নয়। সত্যি জিরাফটির উঁচু গলা বাঁকা। তবে তানজানিয়ার সেরেনগেটি ন্যাশানাল পার্কে এই জিরাফটির গলার হাড় জন্মের থেকে বাঁকা নয়, জানান সেই পার্কের এক গাইড।
পাঁচ বছর আগে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় গলার হাড় ভেঙে যায় তার। সাধারণত জিরাফের গলায় আঘাত লাগলে মৃত্যুর আশঙ্কা থাকে, কিন্তু এই জিরাফটি অপ্রত্যাশিতভাবে বেঁচে যায় কোনও চিকিত্সা ছাড়াই।
বিশেষজ্ঞদের মতে এটি একটি বিরল ঘটনা। সেরেনগেটি ন্যাশানাল পার্কে ৭০ রকমের প্রজাতি রয়েছে। তারমধ্যে এই জিরাফটি হল আফ্রিকার সপ্তম আশ্চর্য।