সাউন্ড মিটার বাধ্যতামূলক করল পরিবেশ আদালত

মাইক বাজানো নিয়ে এবার আরও কড়া হচ্ছে পরিবেশ আদালত। সাউন্ড মিটার মাস্ট। এটি ছাড়া বাজানো যাবে না মাইক। নির্দেশ পরিবেশ আদালতের। দু হাজার চার সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পরিবেশ আদালত নির্দেশ দেয়, সাউন্ড মিটার ছাড়া কোথাও মাইক বাজানো যাবে না। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। পরিবেশ আদালতের প্রশ্ন, কেন তেরো বছরেও একটি নির্দেশ কার্যকর করা গেল না? আগামী দু মাসের মধ্যে এটি কার্যকর করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি শুনানিতে উঠে আসে সুন্দরবনে শব্দযুক্ত জেনারেটর ইস্যু। এনিয়ে জমা দেওয়া হলফনামায় রাজ্যের দাবি, সুন্দরবনে কোনও শব্দযুক্ত জেনারেটরই নাকি নেই! এই হলফনামায় কার্যত স্তম্ভিত পরিবেশ আদালত। যেখানে সামান্য ভটভটি থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই শব্দযুক্ত জেনারেটর ব্যবহারের রমরমা, সেখানে রাজ্যের এই হলফনামার যৌক্তিকতা কী? উঠছে প্রশ্ন। (আরও পড়ুন- রেস্তোরাঁর বিলে কতটা ছাপ ফেলবে পণ্য ও পরিষেবা কর?)

Updated By: May 23, 2017, 04:15 PM IST
সাউন্ড মিটার বাধ্যতামূলক করল পরিবেশ আদালত

ওয়েব ডেস্ক: মাইক বাজানো নিয়ে এবার আরও কড়া হচ্ছে পরিবেশ আদালত। সাউন্ড মিটার মাস্ট। এটি ছাড়া বাজানো যাবে না মাইক। নির্দেশ পরিবেশ আদালতের। দু হাজার চার সালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পরিবেশ আদালত নির্দেশ দেয়, সাউন্ড মিটার ছাড়া কোথাও মাইক বাজানো যাবে না। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। পরিবেশ আদালতের প্রশ্ন, কেন তেরো বছরেও একটি নির্দেশ কার্যকর করা গেল না? আগামী দু মাসের মধ্যে এটি কার্যকর করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এর পাশাপাশি শুনানিতে উঠে আসে সুন্দরবনে শব্দযুক্ত জেনারেটর ইস্যু। এনিয়ে জমা দেওয়া হলফনামায় রাজ্যের দাবি, সুন্দরবনে কোনও শব্দযুক্ত জেনারেটরই নাকি নেই! এই হলফনামায় কার্যত স্তম্ভিত পরিবেশ আদালত। যেখানে সামান্য ভটভটি থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই শব্দযুক্ত জেনারেটর ব্যবহারের রমরমা, সেখানে রাজ্যের এই হলফনামার যৌক্তিকতা কী? উঠছে প্রশ্ন। (আরও পড়ুন- রেস্তোরাঁর বিলে কতটা ছাপ ফেলবে পণ্য ও পরিষেবা কর?)

.