গরমে পুড়ছে ভারত, ঠান্ডায় কাঁপছে চিন
Updated By: Apr 13, 2015, 10:32 AM IST
গরম পরে গিয়েছে এরাজ্যে । রোজই চড়ছে তাপমাত্রার পারদ। হাঁসফাঁস দশা সাধারণ মানুষের। আর এই এপ্রিলেই তুষারে সাদা চিনের হেবেই প্রদেশ। পথ ঘাট সব ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে।এপ্রিলেরও প্রায় মাঝামাঝি। রাস্তায় চৈত্র সেলের ভিড়। আর চাঁদি ফাঁটা রদ্দুর এখন নিত্য সঙ্গী। সেই সঙ্গে সন্ধে বেলা কালবৈশাখী। এসবের মাঝে মনে হতে পারে ইস যদি বরফ পড়ত!
স্বপ্ন মনে হলেও সত্যিই তুষার পাত হচ্ছে। তবে সুদূর চিনের উত্তর প্রান্তের হেবেই প্রদেশে।
উত্তর চিনে এখন বসন্ত আসছে। গাছে গাছে দেখা যাচ্ছে ফুলের কুড়ি। তার মাঝে এই তুষার পাত, যেন মুহূর্তের স্বর্গ রচনা করেছে।