সুখবর! একধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম

কলকাতায় আজ থেকে রান্নার গ্যাসের নতুন দাম কত হল, জেনে নিন...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 1, 2020, 01:02 PM IST
সুখবর! একধাক্কায় অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদন: বসন্ত উত্সবের আগে মিলল সুখবর! দাম কমল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ১ মার্চ, রবিবার থেকেই রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হচ্ছে।

আজ থেকে ভর্তুকিহীন ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৫৩ টাকা। ১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৮৪.৫০ টাকা। রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এখন ৮০৫ টাকা ৫০ পয়সা। ১২ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে গিয়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দিল্লিতে হয়েছিল ৮৫৮ টাকা ৫০ পয়সা। দিল্লির পাশাপাশি গ্যাসের দাম বেড়েছিল সমস্ত মহানগরীতেই। ১২ ফেব্রুয়ারি থেকে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১৪৪ টাকা ৫০ পয়সা থেকে ১৪৯ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল।

ইন্ডিয়ান অয়েল (Indian Oil)-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আজ থেকে ৮০৫ টাকা ৫০ পয়সা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে হল ৮৩৯ টাকা ৫০ পয়সা। মুম্বাইয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এখন ৭৭৬ টাকা ৫০ পয়সা আর চেন্নাইতে ৮২৬ টাকা।

আরও পড়ুন: কী ভাবে নিজেই নিজের আইটি রিটার্ন ফাইল করবেন? জেনে নিন

১৯ কেজির কমার্শিয়াল সিলেন্ডারের দাম আজ থেকে দিল্লিতে ১৩৮১ টাকা ৫০ পয়সা, কলকাতায় ১,৪৫০ টাকা, মুম্বাইয়ে ১,৩৩১ টাকা আর চেন্নাইয়ে ১৫০১ টাকা ৫০ পয়সা হয়েছে।

.