Bangladesh Unrest | Chinmoy Das: সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক, সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই: ভারত

সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশ সরকার।

Updated By: Nov 29, 2024, 05:00 PM IST
Bangladesh Unrest | Chinmoy Das: সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক, সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারেরই: ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে অশান্তির প্রেক্ষাপটে ঢাকাকে দায়িত্বের পাঠ পড়াল নয়াদিল্লি। বাংলাদেশ সরকারকে এদিন কড়া ভাষায় ভারত মনে করিয়ে দিল যে নাগরিক সুরক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারই। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও উদ্ভূত পরিস্থিতির জেরে অশান্ত বাংলাদেশ। পদ্মাপারে অশান্তির আঁচ এসে পড়েছে এপারে গঙ্গাপারেও। কলকাতাতে, নদিয়াতেও হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ মিছিল চিন্ময় কৃ্ষ্ণ দাসের মুক্তির দাবিতে। এদিন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়।

সেখানে ভারতের তরফে স্পষ্ট বলা হয়, সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশ সরকার। নাগরিক সুরক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারেরই। ঢাকাকে মনে করাল ভারত সরকার। যদিও চিন্ময় দাসের গ্রেফতারি ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে সমালোচনায় সরব হয়েছে বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ওদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তারই মাঝে ইস্কনের তরফে বড় ঘোষণা করা হয়। 

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই বাংলাদেশ ইস্কনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানান ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের কোনও বক্তব্য ও কার্যক্রমে বাংলাদেশের ইস্কন কোনওভাবেই দায়ী নয়। চারু চন্দ্র বলেন, ‘গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।’

প্রসঙ্গত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার হন সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে ওঠে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ। তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিস। ওদিকে তাঁর জামিন আবেদনের শুনানির দিন আদালত চত্বরেই অশান্তি ও দুপক্ষের সংঘর্ষে নিহত হন এক আইনজীবী। 

আরও পড়ুন, World's Largest Gold Mine: লাখ লাখ কোটি কোটি টাকার সোনা লুকিয়ে! বিশ্বের বৃহত্তম স্বর্ণভান্ডার এটাই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.