দেরি নেই, নির্ধারিত সময়েই শহরে ঢুকছে শীত
তবে এরমধ্যে পশ্চিমীঝঞ্ঝা হলে নির্ধারিত সময়ের আগেই আসতে পারে শীত।
নিজস্ব প্রতিবেদন: স্বাভাবিক সময়েই শহরে ঢুকছে শীত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন পরিস্থিতির খুব বেশি হেরফের না হলে প্রতিবছরের মতোই নির্ধারিত সময়ে শীত পড়বে শহরে। পুরো দস্তুর শীত আসবে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই অর্থাৎ ১৫ ডিসেম্বর নাগাদ। আপাতত কলকাতাসহ গোটা রাজ্যেই শীতের আমেজ অব্যাহত। অন্যদিকে বাতাসে আদ্রতার পরিমাণ কমতে শুরু করেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত আকাশ পরিষ্কার। তবে এরমধ্যে পশ্চিমীঝঞ্ঝা হলে নির্ধারিত সময়ের আগেই আসতে পারে শীত। পশ্চিমীঝঞ্ঝার জম্মু-কাশ্মীরে তুষারপাতের ফলে আগামী দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে।
আরও পড়ুন: গোসাবায় কেন্দ্রীয় মন্ত্রীকে বাধা, দু'পক্ষের সংঘর্ষ, এটাই রাজ্যে গণতন্ত্র! খোঁচা দেবশ্রীর
উল্লেখ্য সিকিম দার্জিলিং ও কালিম্পং-এ রবিবার ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ডিগ্রি বেশি ছিল।বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৯-৯৬ শতাংশ।