পশ্চিমবঙ্গ বৃত্তিমুলক শাখার দ্বাদশ শ্রেণীতে পাশের হার ৮২.৭৩%
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বৃত্তিমূলক বা WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education) পরীক্ষার ফলাফল।
Updated By: May 25, 2015, 04:32 PM IST
ওয়েব ডেস্ক:
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ বৃত্তিমুলক শাখার দ্বাদশ শ্রেণীর -WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education) পরীক্ষার ফলাফল। আজ দুপুর ৪টা এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মোট ৩৭,৩৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে সফল পরীক্ষার্থীর সংখ্যা ৩০,৮৮৮। পাশের হার ৮২.৭৩ শতাংশ। সফল ছাত্রদের সংখ্যা ২৩,৩০০৩, ছাত্রীদের সংখ্যা ৭,৫৮৫ জন। ছেলেদের পাশের হার ৮১.৮৩। মেয়েদের পাশের হার ৮৫.৬০। প্রতিষ্ঠানগত ফলাফলের তালিকা, মার্কশিট আগামিকাল, মঙ্গলবার বেলা ৩টে থেকে নোডাল সেন্টার থেকে বিতরণ করা হবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানুন এইভাবে-Type
Tags:
WBSCVETWBBSEwww.wbscvet.orgwbresults.nic.inwbbse.orgWBBSE Results 2015WB MP Results 201512th Vocational Result WB MPWB 12th Vocational ResultWBBSE Class 12 Results 2015WB 12th Class Results 2015WBBSe 12th Vocatioanl Results 2015West Bengal 12thResults 2015West Benagal Class XII Vocational ResultWest Bengal Class 12th board result 2015WB Higher Secondary ResultWest bengalClass 12 Vocational ResultWest Bengal WBHigher SecondaryClass XII Results 2015