এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকা

এলাকা দখলকে কেন্দ্র করে গতরাতে উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ভাঙচুর হয় স্থানীয় একটি ক্লাবে। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোহাপট্টি এলাকার কয়েকজন যুবক এসে ঘোষবাগান ক্লাবে চড়াও হয়। শুরু হয় বোমাবাজি।

Updated By: Apr 10, 2017, 09:21 AM IST
এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকা

ওয়েব ডেস্ক: এলাকা দখলকে কেন্দ্র করে গতরাতে উত্তপ্ত হয়ে ওঠে মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে ভাঙচুর হয় স্থানীয় একটি ক্লাবে। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোহাপট্টি এলাকার কয়েকজন যুবক এসে ঘোষবাগান ক্লাবে চড়াও হয়। শুরু হয় বোমাবাজি।

সংঘর্ষে চারজন আহত হয়েছেন। মন্ত্রী সাধন পাণ্ডের বাড়ি থেকে ঢিলছোঁড়া দূরত্বে এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর রাস্তা অবরোধ করেন তারা। পরে ফুলবাগান থানার পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। এদিকে, রাস্তা তৈরি নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদের ডোমকলে গুলিবিদ্ধ ৪। (আরও পড়ুন- এই প্রথম কলকাতার রাস্তায় ১ লা বৈশাখ হবে মঙ্গল শোভাযাত্রা)

.