কয়েক পশলাতেই ক্ষণিকের স্বস্তি রাজ্যে

ভাদ্র মাসের গুমোট কাটিয়ে গতকাল সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আগামিকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলবে। তবে কাল সকালের পর থেকে মেঘ কেটে জাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি এখন ছত্তিসগড়ের দিকে সরে গেছে।

Updated By: Sep 5, 2012, 10:01 AM IST

ভাদ্র মাসের গুমোট কাটিয়ে গতকাল সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে আগামিকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলবে। তবে কাল সকালের পর থেকে মেঘ কেটে জাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি এখন ছত্তিসগড়ের দিকে সরে গেছে।  মৌসুমী বায়ু এই মুহূর্তে গোটা রাজ্যের ওপর সক্রিয়। তার প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এবছর বর্ষার মরশুম শুরু হওয়ার পর এটাই দ্বিতীয় নিম্নচাপ। এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ ১৯ শতাংশ। বর্ষার মরসুম শেষ হওয়া পর্যন্ত এই ঘাটতি পূরণ হয়ে যাওয়ার আশা করছে আলিপুর আবহাওয়া দফতর । এদিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়া নিম্নচাপের প্রভাবে দেশের মধ্য ও উত্তর অংশে বৃষ্টি বাড়বে। সেক্ষেত্রে গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মৌসম ভবনের তরফে।   
দীঘার মত্‍সজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মত্‍‍সজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে সব মত্‍সজীবী মাছ ধরতে গেছেন তাদের ফিরে আসতে বলা হয়েছে। সমুদ্রে স্নান করার ক্ষেত্রে পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে  প্রশাসন। বাড়ানো হয়েছে সমুদ্র সৈকতের নজরদারি।  

.