TET 2022 Result: পরীক্ষার ২ মাসের মধ্যে প্রাথমিক টেট-এর ফলাফল প্রকাশ, প্রথম বর্ধমানের ইনা

পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন পর্ষদের ওয়েবসাইটে সকল পরীক্ষার্থী নিজদের পরীক্ষার ফলাফল জানতে পারবেন। বহু বিতর্কের পরে অবশেষে ২০২২ সালের ১১ ডিসেম্বর হয় প্রাথমিক টেট পরীক্ষা। এবার সেই পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Updated By: Feb 10, 2023, 02:40 PM IST
TET 2022 Result: পরীক্ষার ২ মাসের মধ্যে প্রাথমিক টেট-এর ফলাফল প্রকাশ, প্রথম বর্ধমানের ইনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু বিতর্কের পরে অবশেষে ২০২২ সালের ১১ ডিসেম্বর হয় প্রাথমিক টেট পরীক্ষা। এবার সেই পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক দু’মাসের মাথায় শুক্রবার টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি এই ফল প্রকাশ করেন। জানা গিয়েছে বর্ধমানের ইনা সিংহ এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন একাধিক পরীক্ষার্থী। জানা গিয়েছে ১৭৭ জন প্রার্থীর নাম রয়েছে প্রথম দশ জনের মধ্যে।

পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন পর্ষদের ওয়েবসাইটে সকল পরীক্ষার্থী নিজদের পরীক্ষার ফলাফল জানতে পারবেন। অশান্তির আবহেই কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০২২ সালের ডিসেম্বরে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের আয়োজন হয়েছিল। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। এঁদের মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ পরীক্ষায় পাশ করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: SSC Scam: এসএসসি গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিল, জারি হল বিজ্ঞপ্তিও

শুক্রবার দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org-তে যেতে হবে। সেখানে গিয়ে হোমপেজে ‘Primary TET 2022 Results’-র লিঙ্ক ক্লিক করতে হবে পরীক্ষার্থীকে। এরপরে তাঁকে টেট পরীক্ষার অ্যাপ্লকেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজের পরীক্ষার ফলাফল দেখতে হবে।

আরও পড়ুন: Gariahat Money Seized: টাকার পাহাড়ের খোঁজ গাড়িতে, গ্রেফতার ২; জিজ্ঞাসাবাদ মালিককে

পর্ষদ সভাপতি জানিয়েছেন এই বছর নম্বরের পাশাপাশি ওএমআর শিটও দেওয়া থাকবে। অর্থাৎ কোনও পরিক্ষার্থি নিজের কাছে থাকা ওএমআর শিটের সঙ্গে নিজের প্রাপ্ত নম্বর এবং পর্ষদের দেওয়া ওএমআর শিটের কপি মিলিয়ে দেখতে পারবেন।

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে এই বছর সুযোগ থাকছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও ভেরিফিকেশনেরও। সেই কারণেই সার্টিফিকেট দিতে দেরি হবে বলে জানানো হয়েছে তাঁদের তরফে। এছাড়াও পর্ষদ সভাপতি জানিয়েছেন এই বছর আবারও টেট পরীক্ষা হবে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.