তৃণমূলের মন্ত্রীদের `কটূক্তির প্রতিযোগিতা`-র সমালোচনা সূর্যর

"মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর জন্য তৃণমূলের মন্ত্রীদের মধ্যে কটূক্তির প্রতিযোগিতা চলছে।" আজ এই মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রশ্ন, "রাজ্যপালের কথা বলার অধিকার না থাকলে কার থাকবে?"

Updated By: Jan 11, 2013, 05:36 PM IST

"মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর জন্য তৃণমূলের মন্ত্রীদের মধ্যে কটূক্তির প্রতিযোগিতা চলছে।" আজ এই মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর প্রশ্ন, "রাজ্যপালের কথা বলার অধিকার না থাকলে কার থাকবে?"
কখনও ফিরহাদ হাকিম, তো কখনও কাকলি ঘোষদস্তিদার। অতিসম্প্রতি রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর জন্য তৃণমূলের মন্ত্রীদের মধ্যে কটূক্তির প্রতিযোগিতা চলছে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিতর্কিত মন্তব্য সম্পর্কে ব্যখ্যা দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, "কোনও মন্ত্রী তোলাবাজি নিয়ে প্রতিবাদ করলেই তাঁর মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ রাজ্যপালের মন্তব্য সম্পর্কে পঞ্চায়েত মন্ত্রী যখন মুখ খুলছেন, তখন নীরব থাকছেন মুখ্যমন্ত্রী।"
 
"রাজ্যপালের কথা বলার অধিকার না থাকলে, কার কথা বলার অধিকার আছে।" শুক্রবার এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। হিংসা নিয়ে রাজ্যপাল কড়া বার্তা দেওয়ায় তাঁকে পাল্টা আক্রমণ করেছেন পঞ্চায়েত মন্ত্রী।  রাজ্যের বিরোধী দলনেতার মত, "রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।"

.